দুর্গাপুর: বর্ষাকাল আসতেই ফের ডেঙ্গির উৎপাত শুরু। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গি (Dengue) আক্রান্তের খবরও সামনে আসছে। তাতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর (Durgapur) শহরের পরিস্থিতি যথেষ্ঠ উদ্বেগজনক। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবার মশারি নিয়ে বোরো অফিসের সামনে বিক্ষোভ দেখালেন সিপিএমের (CPM) কর্মী সমর্থকরা।
সোমবার বিকেলে সিপিএম দুর্গাপুর পূর্ব দু’নম্বর এরিয়া কমিটির তরফ থেকে এক প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সাগরভাঙা দুর্গাপুর নগর নিগম চার নম্বর বোরো অফিসের সামনে মশারি নিয়ে বিক্ষোভ দেখায় বাম কর্মী সমর্থকেরা। তাঁদের অভিযোগ, দুর্গাপুর নগর নিগমের নির্বাচন সঠিক সময়ে না হওয়ায় বিগত এক বছর ধরে পুর পরিষেবা সঠিকভাবে মিলছে না। সমস্ত ওয়ার্ডে নিকাশি নালা পরিষ্কার থেকে শুরু করে নোংরা আবর্জনা পরিষ্কার করতে অক্ষম পুরসভা।
আরও পড়ুন:দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা, বিডিওকে রিপোর্ট পেশের নির্দেশ
পাশাপাশি সরকারি প্রকল্প যেমন, বিভিন্ন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ বিভিন্ন প্রকল্প সঠিক ভাবে মিলছে না। বিভিন্ন দাবি-দাওয়া নিয়েই এদিনের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। বিক্ষোভের নেতৃত্ব দেন সিপিএম দুর্গাপুর পূর্ব দুই এরিয়া কমিটির সম্পাদক সিদ্ধান্ত বসু। উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার।