ফালাকাটা: লেপার্ডের আক্রমণে আলাদা হয়ে গেল এক বৃদ্ধার ধড় ও মুণ্ডু। রবিবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারের ফালাকাটার অতিতপাড়া এলাকায়। মৃত ওই বৃদ্ধার নাম সরদিনী রায় (৬৫)। পুলিশরে প্রাথমিক অনুমান লেপার্ডের আক্রমণেই এই ঘটনা। যদিও ওই ঘটনার সত্যতা মানতে নারাজ বনকর্তারা।
জানা গিয়েছে, গতকাল রাতের খাবার সেরে বাসন ধুতে কলতলায় গিয়েছিলেন সরদিনী। আচমকাই অন্ধকারের মধ্যে তাঁকে কোনও এক বন্যপ্রাণী টেনে নিয়ে যায় বলে দাবি স্থানীয়দের। এলাকাটি জলপাইগুড়ি বনবিভাগের দলগাঁও জঙ্গল লাগোয়া। ঘটনার খবর পেয়ে যৌথ তল্লাশিতে রাত সাড়ে ১১টা নাগাদ বাড়ি থেকে ৫০ মিটার দূরে ওই মহিলার মুণ্ডহীন দেহ ঝোপের আড়াল থেকে উদ্ধার করে পুলিশ ও বনদফতর। সারা রাত খুঁজেও মাথার সন্ধান মেলেনি। সোমবার ভোর ৫টা নাগাদ ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ মিটার দূরে তাতাসি নদীর ধারে জঙ্গলের মধ্যে ওই মহিলার ক্ষতবিক্ষত মাথা উদ্ধার হয়।
আরও পড়ুন: হিন্দু পরিষদের সমর্থকরা পুলিশি বাধা কাটিয়ে এগচ্ছে, হরিয়ানার নুহতে যেন যুদ্ধের প্রস্তুতি
এই ঘটনার পর থেকেই জোড়ালো হয় লেপার্ড মাথা খুবলে নেওয়ার তত্ত্ব। ধর থেকে মুণ্ডুটি যেভাবে আলাদা হয়েছে, তা দেখে পুলিশ নিশ্চিত। কোনও ধারালো অস্ত্র দিয়ে ধর ও মুণ্ডু আলাদা করা হয়নি, বরং ছিঁড়ে নেওয়া হয়েছে। ওই দুর্ঘটনা নিয়ে তরজা শুরু হয়েছে পুলিশ ও বনকর্তাদের মধ্যে। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক গ্রাস করেছে গোটা অতিতপাড়াকে। সাবধানতার জন্যে এলাকায় খাঁচা পেতেছে বনদফতর।