কলকাতা: দু্র্গা পুজোর পর কিছুতেই রাজ্যের দৈনিক করোনা সংক্রমণে রাশ টানা যাচ্ছে না৷ বরং, প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে৷ সংক্রমণের নিরিখে প্রায় প্রতিদিনই কলকাতা ও কলকাতা লাগোয়া জেলা উত্তর ২৪ পরগনা এগিয়ে থাকছে৷ এই দুই জেলায় করোনা আক্রান্তের মৃ্ত্যুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে৷ এরফলে, যত দিন এগোচ্ছে ততই উদ্বেগ বাড়ছে৷ আশঙ্কায় সত্যি হতে চলেছে বিশেষজ্ঞদের৷ তাঁরা আগেই পুজোয় করোনা বিধি মেনে চলা, ভিড় এড়ানোর পরামর্শ দিয়েছিলেন৷ কিন্তু, কে শোনে কার কথা৷ এক শ্রেণির মানুষ কোনও কিছুকেই তোয়াক্কা না করে শহর কলকাতার একাধিক পুজো মণ্ডপে ভিড় জমায়৷ যার প্রভাব পড়তে শুরু করেছে বলে অভিজ্ঞমহলের দাবি৷
যাইহোক, শনিবারের পর রবিবারও স্বাস্থ্য দফতরের বুলেটিনে উদ্বেগ আরও বাড়ল৷ কারণ, গত ২৪ ঘণ্টায় রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ আরও বেড়েছে৷ প্রায় হাজারের দোড় গোড়ায় পৌঁছে গেল সংক্রমণ৷ একদিনে মোট ৯৮৯ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন৷ আর এক দিনে মৃত্যু হল ১০ জনের৷ তাঁদের মধ্যে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা,হুগলীতে দু’জন করে মারা গিয়েছেন৷ আর, নদীয়া ও দার্জিলিং জেলায় ১ জন করে মারা গিয়েছেন৷
আরও পড়ুন-গোয়া বিধানসভা নির্বাচনে AAP, TMC কে ‘প্রান্তিক খেলোয়ার’ বলে কটাক্ষ চিদম্বরমের
আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা৷ সেখানে একদিনে ২৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা৷ সেখান গত ২৩ ঘণ্টায় ১৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ হাওড়ায় একদিনে ৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা৷ সেখানে একদিনে ৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন৷