কলকাতা: বাংলার আকাশের দুর্যোগের ঘনঘটা। বাংলার দু’দিকে দু’টি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation), তোলপাড় হতে চলেছে আবহাওয়া। বঙ্গোপসাগরের ( Bay of Bengal) ওপর শক্তি বাড়িয়েছে সাইক্লোনিক সার্কুলেশন। আইএমডির ওয়েদার অ্যালার্ট অনুযায়ি মঙ্গলবার ১৮ জুলাই এই সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তের তৈরি হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু মৌসম ভবনের আপডেট অনুযায়ি আরও ৪৮ ঘণ্টার মধ্যে এই সাইক্লোনিক সার্কুলেশন তৈরির প্রক্রিয়া শেষ হবে৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস, এদিন নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। মৌসুমি অক্ষরেখা ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে ওড়িশার বালাসোরের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম দিকে গিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত। এই ঘূর্ণাবর্ত জলের উপর বেশিক্ষণ স্থায়ী হলে শক্তি আরও বৃদ্ধি হবে। এদিকে একটি নিম্নচপ বাংলা সংলগ্ন ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। এই আবহে আগামী কয়েকদিন বৃষ্টি জারি থাকবে রাজ্যে।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতায় মূলত মেঘলা আকাশই থাকবে। বিক্ষিপ্ত হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে মহানগরে। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী কয়েকদিন বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শহরে।
আরও পড়ুন: WBJEE Counselling | জয়েন্টের কাউন্সেলিং শুরু হবে ২০ জুলাই
দক্ষিণবঙ্গের সবকটি জেলায় আজ জারি রয়েছে হলুদ সতর্কতা। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ। সঙ্গে একাধিক জায়গায় হতে পারে বজ্রপাত। এই আবহে সাধারণ মানুষরে সাবধানে থাকতে বলা হয়েছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন আসবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গেও থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। উপরের পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আইএমডি ৭টি রাজ্যে ভারী বৃষ্টির জেরে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। আজ জম্মু ও কাশ্মীর, লাদাখ, পশ্চিম রাজস্থান, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ওড়িশা, অসম, মেঘালয়, মারাঠওয়াড়া, সৌরাষ্ট্র ও কচ্ছ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম, তেলেঙ্গানা, উপকূলীয় ও দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, কেরল এবং মাহে- ভারি বৃষ্টি হতে পারে।