কলকাতা: অন্ধকার সুরঙ্গ শেষে আলোর রেখা দেখা যায়। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পর এমনই বললেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন তিনি আরও বলেন, ভোরের ঠিক আগের সময়টা অন্ধকার সময়। যার শেষ ভাল, তার সব ভাল। অর্থাৎ রাজ্যের ভোট হিংসা নিয়ে নানা অভিযোগ থাকলেও রাজ্যপালের আশা, এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।
রবিবারই কলকাতা থেকে দিল্লি রওনা হয়েছিলেন রাজ্যপাল বোস। রাজভবন সূত্রে জানা যায়, দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শাহের সঙ্গে দেখা করতে পারেন রাজ্যপাল। এ-ও জানা গিয়েছিল, বাংলার পঞ্চায়েত ভোট নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দিতে পারেন তিনি। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরে ঢোকেন রাজ্যপাল বোস। বেরিয়ে আসেন ৭টা নাগাদ। অর্থাৎ শাহের সঙ্গে রাজ্যপালের বৈঠক হয় প্রায় আধ ঘণ্টা।
আরও পড়ুন: Panchayat Election 2023 | “রাজ্যপাল বিজেপির প্রতিনিধি”, কড়া ভাষায় আক্রমণ প্রাক্তন মন্ত্রীর
রাজনৈতিক মহলের মতে, অন্ধকার সময় বলতে রাজ্যপাল বাংলার রাজনৈতিক পরিস্থিতির কথাই বোঝাতে চেয়েছেন। তবে যেহেতু গত কয়েকদিন ধরেই তিনি বাংলার পঞ্চায়েত ভোট পরিস্থিতি নিয়ে ক্রমাগত অসন্তোষ প্রকাশ করে এসেছেন, তাই রাজনীতির কারবারিরা মনে করছেন, রাজ্যপাল অন্ধকার বলতে বাংলার ভোট পরিস্থিতির কথাই বোঝাতে চেয়েছেন।