অন্ডাল : সিপিএম নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এলাকায় ছড়িয়েছে চরম উত্তেজনা। রাজনৈতিক কারণেই এই ঘটনা দাবি দলের। সোমবার সন্ধ্যায় খান্দরার সিদুলি কোলিয়ারির সমনে ঘটনাটি ঘটে ।
অন্ডাল থানার খান্দরা গ্রাম পঞ্চায়েতের সিদুলি কোলিয়ারি এলাকায় গুলিবিদ্ধ হন বুদ্ধদেব সরকার নামে এক সিপিএম নেতা। এদিন রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খান্দরা গ্রামের বাসিন্দা সিপিএম নেতা বুদ্ধদেব বাবু দলের শ্রমিক সংগঠনের কাজে সিদুলি গিয়েছিলেন। দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে কথা বলে নিজের গাড়িতে ওঠার সময় আচমকাই রাস্তার উল্টোদিক থেকে কে বা কারা তাঁকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। একটি গুলি কাঁধে লাগে। আর একটি গুলি লাগে গাড়ির লুকিং গ্লাসে অন্য গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বুদ্ধ। তড়িঘড়ি স্থানীয়দের তৎপরতায় তাকে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। ঘটনার কথা ছড়িয়ে পড়তে এলাকায় তৈরি হয় চরম উত্তেজনা। এই ঘটনার প্রতিবাদে বাম কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানা ও বনবহাল ফাঁড়ির পুলিশ।
খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে এসে পৌঁছন সিপিএমের প্রাক্তন সাংসদ গোপাল চৌধুরী সহ অন্যান্যরা। তবে তাঁকে গুলি মারার পিছনে কি কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। পরিবার সূত্রের খবর, তাঁর গাড়ি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয়, তবে তার শরীরে কটা গুলি লেগেছে সেট এখনও সঠিক জানা যায়নি। তবে প্রাক্তন সাংসদ জানান, তিনি সিপিএমের সঙ্গে জড়িত নন। তবে প্রশ্ন উঠেছে যদি তিনি সিপিএমের সঙ্গে জড়িত নন তাহলে কেন তড়িঘড়ি সিপিআইএম নেতৃত্ব ছুঁটে এলেন তাঁকে দেখতে?