কালনা: কালনার কাকুরিয়া পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী হিসেবে গ্রাম সভার আসনে জিতেই তৃণমূলে যোগদান। সহজপুরের ১৬৯ সংসদ থেকে জেতা সিপিএম প্রার্থী গীতা হাঁসদা ২৩ ভোটের সিপিএমের হয়ে জয় লাভ করেন। এরপরই মোট ১৮টি আসনের মধ্যে তৃণমূল ১৭টি আসনেই জয়লাভ করেছে, একটি আসনে কেবলমাত্র সিপিএম জয় লাভ করে। আর গণনাকেন্দ্র থেকে বেরিয়ে আসার পরই তিনি তৃণমূলে যোগদান করেন।
এ ব্য়াপারে তিনি বলেন, আগে আমি তৃণমূলটাই করতাম কিছু রাগের কারণে সিপিএমে যোগদান করেছিলাম। ফের তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম। এদিকে সিপিএমের দাবি, চাপের কারণেই সিপিএম থেকে তৃণমূলে যোগদান করেছেন গীতা। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে শাসকদল।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)