ওয়েব ডেস্ক : বিজেপি(BJP) কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় সিবিআইকে(CBI) ধমক দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। তথ্যপ্রমাণ থাকা সত্বেও, চার বছর পর কেন অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হল? তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। এই ঘটনায় সিবিআই-এর চার্জশিটে থাকা ১৮ জনকে সমন পাঠানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই চার্জশিটের প্রতিলিপি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২১ সালে বিধানসভা ভোটের পর কাঁকুড়গাছিতে খুন হয়েছিলেন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। ওই মামলায় সম্প্রতি অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই(CBI)। সেই চার্জশিটে তৃণমূল(TMC) বিধায়ক পরেশ পাল এবং কলকাতা পুরসভার দুই কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ সহ ১৮ জনের নাম রয়েছে। সেই মামলায় সকল অভিযুক্তকে সমন পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, সকলকে সমন পাঠাতে এক মাস সময় লাগবে।
আরও খবর : রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ কবে?
আর এতেই ক্ষুব্ধ হন বিচারক। প্রশ্ন তোলেন, চার বছর পর সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছেন। এটা কী ‘ম্যাটার অফ জোক?’ চার বছর ধরে কী করছিলেন?। আগামী ১৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। সেদিন সকল অভিযুক্তকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, ২০২১ সালের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছিল। সেই সময় খুন হয়েছিলেন বিজেপি(BJP) কর্মী অভিজিৎ সরকার। পরিবারের দাবি ছিল, প্রথমে পিটিয়ে, পরে কেবল তার পেঁচিয়ে হত্যা করা হয়েছিল। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। তবে সম্প্রতি সিবিআইয়ের(CBI) হাতে গ্রেফতার হন এই হত্যা মামলায় মূল অভিযুক্ত অরুণ দে।
দেখুন অন্য খবর :