শিলিগুড়ি: আচমকাই কাপলিং ছিঁড়ে (Coupling Disconnects) এগিয়ে গেল ইঞ্জিন, দাঁড়িয়ে রইল ট্রেন বাকি অংশ নিয়ে। শুক্রবার সকালে শিলিগুড়ি (Siliguri) সংলগ্ন গুলমা স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। শিলিগুড়ি আর গুলমা স্টেশনের মাঝে হঠাৎই দাঁড়িয়ে পড়ে নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারের উদ্দেশে যাওয়া ট্যুরিস্ট স্পেশাল ভিস্তাডম ট্রেন (Vistadome Train)। ঘটনার পরই আতঙ্কে চিৎকার শুরু করে দেয় যাত্রীরা। ঘটনাস্থলে যায় রেলকর্মীরা। তবে বড় বিপদ ঘটতে পারত বলে মনে করছেন অনেকেই।
ডুয়ার্সের প্রাকৃতির শোভা ভাল ভাবে উপভোগ করতেই পর্যটকরা এই ভিস্তাডম ট্রেনে সফর করেন। এই ভিস্তাডোম বিশিষ্ট স্পেশাল কোচের বিশেষত্ব হল ট্রেনের ছাদ পুরোপুরি কাচের। অন্যদিনের মতো শুক্রবার নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারের উদ্দেশে যাচ্ছিল ট্যুরিস্ট স্পেশাল ভিস্তাডম কোচবিশিষ্ট ট্রেন। মাঝপথে সংলগ্ন গুলমা স্টেশনের কাছে আচমকাই কাপলিং ছিঁড়ে রুদ্ধশ্বাস গতিতে এগিয়ে গেল ভিস্তাডমের ইঞ্জিন। দাঁড়িয়ে রইল ট্রেন বাকি অংশ নিয়ে। পরে ঘটনাস্থলে গিয়ে রেলকর্মীরা দেখেন কাপলিং ছিঁড়ে যাওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। এর ফলে বড় বিপদ ঘটতে পারত বলে মনে করছেন অনেকে। রেল কর্মীদের কাছে পেয়ে ক্ষোভ জানাতে থাকেন ট্রেনের যাত্রীরা। পরে কাপলিং জুড়ে আলিপুরদুয়ার পাঠানো হয় ট্রেনকে।
আরও পড়ুন: যান্ত্রিক ত্রুটির কারণে ফের আটকে গেল বন্দে ভারত এক্সপ্রেস, হয়রানির শিকার যাত্রীরা
এই প্রসঙ্গে উত্তর-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, ইঞ্জিন আর কামরার মাঝে যে কাপলিং থাকে, সেটা খুলে গিয়েছিল। সকাল ৯টা ১০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। ৯টা ২৩ মিনিট নাগাদ সেটি ঠিক করে দেওয়ার পর ট্রেনটি আলিপুরদুয়ারের উদ্দেশে রওনা দেয়।
প্রসঙ্গত, এদিন যান্ত্রিক ত্রুটির কারণে ফের আটকে গেল বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার হাওড়া থেকে নির্দিষ্ট সময়ে নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিতে পারল না আপ বন্দে ভারত এক্সপ্রেস। এর প্রতিবাদে বেশ কিছু যাত্রী বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, বন্দে ভারত এক্সপ্রেসে তারা টিকিট কেটেছেন ট্রেনের গতি এবং সুযোগ সুবিধার জন্য। কিন্তু ওই ট্রেন না চলায় তাঁরা অসুবিধায় পড়েছেন। এর পরিবর্তে যে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে তাতে আসন অথবা পানীয় জলের ব্যবস্থা খুব খারাপ।