ওয়েব ডেস্ক: লঞ্চ (Launch) থেকে ঝাঁপ দিলেন লিলুয়ার এক দম্পতি। লঞ্চটি সালকিয়া থেকে কলকাতার (Salkia to kolkata) দিকে যাচ্ছিল। মাঝনদীতেই ঘটে এই অপ্রত্যাশিত ঘটনা। তবে লঞ্চের কর্মীরা দ্রুত ব্যবস্থা নিয়ে তাঁদের উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, একমাত্র মেয়ের মৃত্যুতে গভীর মানসিক আঘাত পেয়েছিলেন ওই দম্পতি। সেই কারণেই এই চূড়ান্ত সিধান্ত নিতে বাধ্য হয়েছিলেন তাঁরা।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৬টার সময় ওই স্বামী-স্ত্রী সালকিয়া বাধাঘাট থেকে ভূতল পরিবহণ বিভাগের লঞ্চে ওঠেন। কলকাতার (Kolkata) আহিরিটোলায় যাওয়ার কথা জানিয়েছিলেন তাঁরা। তবে মাঝগঙ্গায় লঞ্চটি পৌঁছলে হথাত একসঙ্গে গঙ্গায় ঝাঁপ মারেন তাঁরা। তৎক্ষণাৎ লঞ্চের কর্মীরাও গঙ্গায় ঝাঁপ (Ganga River) দেন। এরপর সেফটি টায়ার এর সাহায্যে তাদের দুজনকে জলে নেমে উদ্ধার করা হয়। সৌভাগ্যবশত দুজনেই জীবিত অবস্থায় ফিরে আসেন।
আরও পড়ুন: ফের এভারেস্ট জয় করলেন বাঙালি
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন মালিপাঁচঘরা থানার পুলিশ। ওই স্বামী স্ত্রীর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাঁরা লিলুয়া ভট্টনগরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তাঁদের একমাত্র মেয়ের মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত তাঁরা।
দেখুন আরও খবর: