পশ্চিম মেদিনীপুর: সরকারি বোর্ডে লেখার সঙ্গে কাজের কোনও মিল নেই। রাস্তার কাজ শুরু হতেই বিক্ষোভের মুখে পড়ল ঠিকাদারি সংস্থা। বন্ধ রইল পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ। ঘটনায় শোরগোল পশ্চিম মেদিনীপুরের দাসপুর ১ নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের হরেকৃষ্ণপুরে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল ছিল। তারপর প্রথশ্রী প্রকল্পের সেই রাস্তার কাজ শুরু হলেও, বোর্ডে লেখা রয়েছে যতদূর পর্যন্ত রাস্তার কাজ হওয়ার কথা, তার অল্প কিছু অংশ রাস্তার কাজ হবে। সম্পূর্ণ রাস্তার কাজ হবে না। আর এই বিষয়ে জানতে পেরেই বিক্ষোভে ফেটে পড়েন গ্রামের বাসিন্দারা। গ্রামের মানুষের অভিযোগ, স্থানীয় কিছু শাসকদলের নেতা নিজের মর্জি মতো কাজ করাচ্ছে, গ্রামের মানুষকে ভুল বোঝাচ্ছে। তাঁদের দাবি, রাস্তার কাজ পুরোটাই হোক না হলে রাস্তার কাজ বন্ধ থাকুক।
আরও পড়ুন: চারদিনের রাস্তা পেরোতে ৪০ দিন লাগাচ্ছে চন্দ্রযান-৩! জানেন কেন?
জানা যায়, বাসুদেবপুর অঞ্চলে হরেকৃষ্ণপুর দুগ্ধ সমিতি হইতে সুবল দোলের বাড়ি পর্যন্ত পথশ্রী প্রকল্পের মাধ্যমে নির্মাণ হওয়ার বোর্ড পড়েছে। বৃহস্পতিবার সেই রাস্তার কাজ শুরু হলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে ঠিকাদার সংস্থা। গ্রামবাসীদের অভিযোগ, বোর্ডে যতটা রাস্তা হওয়ার কথা লেখা আছে ঠিকাদার সংস্থা তার থেকে কম রাস্তা করছে। তাই আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি।
অপরদিকে ঠিকাদার সংস্থার তরফে জানানো হয়, টাকা বরাদ্দ হয়েছে সেই টাকায় পুরো রাস্তা হবে না। তাই ছুটি বাদ দিয়েই রাস্তার কাজ হবে। গ্রামবাসীদের দাবি, রাস্তা হলে পুরোটাই হোক। না হলে বন্ধ থাকুক। এ বিষয়ে বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সাবিনা ইয়াসমিন বলেন, এই বিষয় নিয়ে বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি। তিনি বিষয়টা দেখছেন। সত্যিই ওখানকার মানুষ খুব অসুবিধায় আছেন। আমিও চাই পুরো রাস্তাটা হোক।