কলকাতা: পেহেলগাম কাণ্ড (Pahalgam), ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor), এবং ভারত-পাক যুদ্ধ, এবং যুদ্ধ বিরতির আবহের পর এই প্রথম নবান্নে (Nabanna) বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আর সেই বৈঠক থেকেই রাজ্যের শিল্পায়নের জন্য বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
জানিয়ে দিলেন, বাংলার ২৩টি জেলায় তৈরি করা হবে ২৩টি শপিং মল। ইতিমধ্যেই ১১টি জেলার জন্য শুরু হয়েছে শপিং মল তৈরির কাজ। আজকেই সেই ১১টি রাজ্যের কথা বলা হয়েছে।
আজকের নবান্নের বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিল্পায়নের জন্য বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: নিউটাউনে আন্তর্জাতিক পার্ক তৈরি ঘোষণা মুখ্যমন্ত্রীর
তিনি আজ বলেন, হিডকোর (Hidco) সঙ্গে পিপিপি মডেলে নিউটাউন এলাকায় প্রায় ২৫ একর জমিতে আন্তর্জাতিক মানের পার্ক তৈরি করতে চলেছি। যার ইংরেজিতে নাম হবে ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক (International Information Technology Entertainment and Cultural Park) । এখানে ওলার্ড ট্যুর, বিভিন্ন ইনোভেশন, বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ক্রিয়েটিভির কাজে অংশ নেওয়া সম্ভব হবে। সংক্ষেপে এই পার্ককে আমরা II TEC park আর এর বাংলার এর নাম হবে বিশ্ব অঙ্গন।
পাশাপাশি, রাজ্যের সমস্ত জেলায় শিল্প হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ২৩টি জেলায় হবে শপিং মল। যার মধ্যে ১১টি জেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে কাজ।
দেখুন অন্য খবর