মুর্শিদাবাদ: ডোমকলে (Murshidabad Domkal) কংগ্রেস কর্মীকে (Congress Worker) পিটিয়ে খুনের অভিযোগ।মৃতের নাম খাতুন বেওয়।স্থানীয় সূত্রের খবর, ওই মহিলা দীর্ঘদিন ধরে কংগ্রেস কর্মী ছিলেন। ডোমকল থানার ১০ নম্বর ঘোড়ামারা অঞ্চলের হারুরপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, শনিবার তৃণমূলের লোকজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন খাতুন বেওয়া।বচসার জেরে তাঁকে মারধর করা হয়।মারধরের জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।
স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের কয়েকজন কর্মীর সঙ্গে ঝামেলা বাধে তাঁর। এরপর প্রথমে কথা কাটাকাটি হয় এরপর হাতাহাতিতে পৌঁছে যায়। খাতুন বেওয়াকে মারধর করা হয় বলে অভিযোগ। শনিবার সকাল ৯টা নাগাদ ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় খাতুনকে। তবে সেখানে শারীরিক অবস্থার অবনতি হয়। এরপরই তাঁকে বহরমপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। কিন্তু মেডিক্যাল কলেজে যাওয়ার পথেই মৃত্যু হয় খাতুন বেওয়ার। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ তারা অস্বীকার করেছে।
আরও পড়ুন: TMC Joining | এবার তৃণমূলে যোগ দিল সিপিএমের জয়ী প্রার্থী, বাম শূন্য হল গ্রাম
ভোট পর্বে বারবার উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। নির্বাচন মিটে গেলেও ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত মুর্শিদাবাদ। কয়েকদিন আগেই রানিনগরে দুষ্কৃতীদের ছোড়া বোমায় জখম দুই কংগ্রেস কর্মী। অন্যদিকে, সুতিতে তৃণমূল কংগ্রেসের বিদায়ী পঞ্চায়েত প্রধানের উপর হামলার অভিযোগ উঠল কংগ্রেসের দিকে। অন্যদিকে, তৃণমূলের বিদায়ী পঞ্চায়েত প্রধানের উপর হামলার অভিযোগে ওঠে সুতিতে। জানা গিয়েছে, রাতে বাড়ি ফেরার সময় আচমকা প্রাক্তন প্রধানের উপর হামলা চালায় দুস্কৃতীরা।