বসিরহাট: ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকের অফিস বিক্ষোভ ভাঙচুর কংগ্রেসের (Congress)। কম্পিউটার, ল্যাপটপ ভাঙচুর, গুরুত্বপূর্ণ নথি উধাও। বসিরহাট (Basirhat) মহকুমার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক অফিসে কংগ্রেসের বিক্ষোভ। আধিকারিককে গাঁদা ফুলের মালা পরিয়ে কম্পিউটার, ল্যাপটপ ভাঙচুর। ঘটনাস্থলে পুলিশ (Police)।
দীর্ঘদিন ধরে বসিরহাট মহকুমার বিভিন্ন জায়গায় জমির চরিত্র বদল করা, জোর করে জমি দখল করার একাধিক অভিযোগ উঠছিল। বিভিন্ন জায়গায় বারবার বিলআরও অফিসকে জানিয়ে কোনও লাভ হয়নি। বাধ্য হয়ে উত্তর চব্বিশ পরগনা গ্রামীণ জেলার কংগ্রেসের সাধারণ সম্পাদক কাদের সর্দার ও অমিত মজুমদারের নেতৃত্বে কংগ্রেসের নেতা কর্মী সমর্থক গ্রামবাসীদের সঙ্গে নিয়ে প্রথমে বসিরহাট পুলিশ জেলার অফিসে স্মারকলিপি দেয়। তারপরে সেখানে মিছিল করে ইছামতে ব্রিজ ইটিন্ডা রোড হয়ে আছাড়ি পাড়ার সংশ্লিষ্ট দফতরে এসে ভাঙচুর চালায়। আধিকারিককে গাঁদা ফুলের মালা পরিয়ে দেয়। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিএলআরও দফতরকে জানিয়ে কোনও লাভ হয়নি যার কারণে বাধ্য হয়ে আজকে আমরা বিক্ষোভ দেখিয়েছি।
আরও পড়ুন: ২৬০০০ জনের চাকরি বাতিল, সুপ্রিম কোর্টে মামলা করল রাজ্য সরকার
আরও খবর দেখুন