বেলডাঙা: বেলডাঙার মহেশপুরে বোমা বাঁধতে গিয়ে নিহতের ঘটনায় জড়িত সন্দেহে গ্ৰেফতার করা হল এক প্রার্থীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাবতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী আবুবাক্কার শেখকে গ্ৰেফতার করেছে বেলডাঙা থানার পুলিশ। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মহেশপুরের বাড়ি থেকে ওই কংগ্রেস প্রার্থীকে গ্ৰেফতার করেছে পুলিশ। শুক্রবার ওই অভিযুক্তকে বহরমপুর আদালতে তোলা হবে।
বৃহস্পতিবার বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় এক ব্যক্তির। বৃহস্পতিবার বেলডাঙার মহেশপুর এলাকায় মাঠের থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ওই ব্যক্তির নাম কামাল শেখ (৪৯)। বিস্ফোরণে ওই ব্যক্তির হাত উড়ে যায় ও মুখ ঝলসে গিয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Panchayat Election | পঞ্চায়েত ভোটে কীভাবে কাজ করবে পুলিশ, জারি বিজ্ঞপ্তি
পরিবারের সূত্রে খবর, বেলডাঙা থানার ভাবতা ১ গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামের বাসিন্দা কামাল শ্রমিকের কাজ করত। বুধবার রাতে তাকে কে বা কারা ডেকে নিয়ে গিয়েছিল বলে জাবি পরিবারের। গতকাল সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি মাঠে কামালের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজনেরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় বেলডাঙা থানার পুলিশকে। ঘটনাস্থালে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, গত সোমবার রাতে বেলডাঙ্গার বেগুনবাড়ি এলাকা থেকে ১১০টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সেই বোমা বানাতে গিয়েই কি মৃত্যু হল এই ব্যক্তির। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বোমা তৈরির মসলা সহ সরঞ্জাম।