কলকাতা: ফের উদ্বেগ বাড়িয়ে রাজ্যে বাড়ল করোনায় আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘন্টায় বেড়েছে মৃতের সংখ্যাও ।সুস্থতার হার বাড়লেও রাজ্যে একদিনে কমেছে সংক্রমণের হার। সংক্রমণের নিরিখে ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি আক্রান্ত কলকাতায়।
স্বাস্থ্য দফতরের মেডিকেল বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে মোট আক্রান্ত হয়েছে ৬১৩ জন। যা গতকালের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বেড়েছে মৃতের সংখ্যা। রাজ্যে একদিনে মৃত ১২ জন। সুস্থ হয়ে ফিরেছেন ৭২০ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.২১ শতাংশ। রাজ্যে কমেছে সংক্রমণের হার ১.৪৯ শতাংশ।
রাজ্যে এখনও পর্যন্ত অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২৪ ঘন্টায় কমে দাঁড়িয়েছে ৯ হাজার ২১৭।
সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমণ ফের মাথাচাড়া দিয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ১৫ লক্ষ ৪৪ হাজার ১০৯ জন। মোট মৃত ১৮ হাজার ৩৩৮ জন।
আরও পড়ুন বিয়ের দাবিতে সিভিকের বাড়ির সামনে ধর্নায় বসলেন মহিলা সিভিক
আক্রান্তের নিরিখে গত ২৪ ঘন্টায় শীর্ষস্থানে জেলা কলকাতা। উত্তর ২৪ পরগণাকে টপকে কলকাতায় বেড়েছে মৃতের সংখ্যা। কলকাতা থেকে এদিন মৃত্যু হয়েছে ৯৫ জনের। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগণা। সেখানে মৃত্যু হয়েছে ৮৯ জন এবং তৃতীয় স্থানে দার্জিলিং থেকে মৃত্যু হয়েছে ৪০ জনের। বাকি জেলায় সংক্রমণ ৪০ এর নীচে। যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে রাজ্যবাসীকে। কিন্তু এখনও এই তিন জেলা নিয়ে চিন্তায় রয়েছে স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে ব্যাপক সাড়া, আট দিনেই ১ কোটি রেজিস্ট্রেশন
আক্রান্তের সংখ্যা নিরিখে এগিয়ে থাকলেও মৃত্যুহীন এই কলকাতা। ২৪ ঘন্টা মৃত্যুর নিরিখে এগিয়ে নদিয়া হুগলি সেখানে তিনজন করে করোনায় আক্রান্তের মৃত্যু হয়েছে এছাড়াও পূর্ব বর্ধমানে মৃত ২। বাকি জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপু্র, উত্তর ২৪ পরগণা , দক্ষিণ ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ১ জন করে। এই ৭ টি জেলা ছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে মৃত্যু শূন্য।
আরও পড়ুন বেআইনি কয়লাকাণ্ডে লালার বিরুদ্ধে আবারও অভিযোগ দায়ের হাইকোর্টে
যা নিঃসন্দেহে খুশির খবর রাজ্যবাসীর কাছে। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় তৎপর রাজ্য সরকার। ইতিমধ্যে বিভিন্ন জায়গাকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। একইসঙ্গে রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ নিম্নমুখী হতেই বিভিন্ন জায়গায় কোভিড বিধিনিষেধ শিথিল করেছে রাজ্য সরকার। বদলেছে নাইট কার্ফুর সময় ।রাত ৯ টার জায়গায় ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত করা হয়েছে। এছাড়াও বাজার হাট এর সময় বাড়িয়ে বিভিন্ন রেস্তোরাঁ- পানশালা গুলি খোলার সময়সীমা বাড়ানো হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কোভিড বিধি-নিষেধ শিথিল হলেও এখনও লোকাল ট্রেন চালু হয়নি। তাই রাজ্য সরকারের তরফে কবে লোকাল ট্রেন খোলার অনুমতি দেওয়া হয় সে দিকেই তাকিয়ে রাজ্যবাসী।