ওয়েব ডেস্ক: পিছিয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফর। আগামী ৩১ মে কলকাতায় আসছেন না অমিত শাহ (Amit Shah)। বাতিল নিউটাউনে (Newtown) সমবায় দফতরের অনুষ্ঠান। জামাইষষ্ঠীর সরকারি ছুটির কারণে বাতিল বঙ্গ সফর। যদিও শাহ সফর বাতিল হলেও দলীয় অনুষ্ঠান বাতিল নিয়ে কোনও তথ্য নেই বলে দাবি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। অন্যদিকে জানা গিয়েছে, ২৯ ও ৩০ মে পুঞ্চে যাবেন অমিত শাহ।
আরও পড়ুন: বিধানসভা ভোটকে পাখির চোখ করে আজ আলিপুরদুয়ারে মোদি, অপারেশন সিঁদুরের পর প্রথম বাংলা সফর
উল্লেখ্য, আগামী ৩১ মে রাতে শহরে পা রাখার কথা ছিল তাঁর। তারপরই ১ জুন ছিল দুটি কর্মসূচি। একটি সায়েন্স সিটি চত্বরে, অন্যটি ওয়েস্টিন হোটেলে। সেই কর্মসূচিতেই এবার ভাঁটা পড়লো। প্রসঙ্গত, এর আগেও ইদের সময়ে ভেস্তে গিয়েছিল তাঁর সফর।
দেখুন অন্য খবর: