কলকাতা: বাংলার ৭ বিধানসভা কেন্দ্রে নির্বাচনের (Election) প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন (Election Commission)। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, কোচবিহার, কলকাতা দক্ষিণ, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি পাঠিয়েছেন রাজ্যের নির্বাচন কমিশনার আরিজ আফতাব। চিঠিতে উপনির্বাচনের কথা মাথায় রেখে ইভিএম এবং ভিভিপ্যাট পরীক্ষার কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: শুভেন্দুর শান্তিকুঞ্জের দরজায় ফের সিআইডি
রাজ্যে এখন খালি আসন ৭টি৷ ওই বিধানসভা কেন্দ্রগুলিতে ছ’মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা৷ এবার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়েছে ২ মে৷ নিয়ম অনুযায়ী, ওই ৭ কেন্দ্রে নভেম্বরের মধ্যে ভোটপ্রক্রিয়া শেষ করতে হবে৷ এর মধ্যে রয়েছে ভবানীপুর কেন্দ্রটি৷ যে আসন থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়বেন বলে সূত্রের খবর৷ এছাড়া খড়দহ, সামসেরগঞ্জ, জঙ্গিপুর, দিনহাটা, শান্তিপুর ও গোসাবা আসন খালি রয়েছে৷
আরও পড়ুন: ভোটপ্রচারে কম সময় পেলেও আপত্তি নেই, কমিশনকে জানাল তৃণমূল
দেশজুড়ে ২০টি বিধানসভা আসনে নির্বাচন-উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, সেগুলি একসঙ্গে করতে চায় নির্বাচন কমিশন। বিভিন্ন রাজ্যের রিপোর্ট সংগ্রহ করছে কমিশন। কোন রাজ্যে কোভিডের কী পরিস্থিতি তাও খতিয়ে দেখছেন কমিশনের আধিকারিকরা।
সময়মতো উপনির্বাচনের দাবিতে বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রের সঙ্গে দেখা করে তৃণমূলের সংসদীয় প্রতিনিধিদল৷ দলে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার এবং সুখেন্দুশেখর রায়। ভোটপ্রচারে কম সময় পেলেও আপত্তি নেই, কমিশনকে এমনটাই জানিয়েছে তৃণমূল। সুদীপ বলেন, ‘কমিশনের সঙ্গে আলোচনায় নিরাশ নই৷ কমিশন সদর্থক ভূমিকা পালন করছে৷ কমিশন জানিয়েছে, তারা সাংবিধানিক সংকট চায় না৷’