ওয়েব ডেস্ক: সময়সীমা বাড়ল ভর্তির (Admission Time Extented)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির (College University Admission) সময়সীমা বাড়ল আরও ২ সপ্তাহ। পড়ুয়াদের সুবিধার্থে আগামী ১৫ জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে উচ্চশিক্ষা দফতর। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে (‘X’ Handle) পোস্ট করে এই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।
১লা জুলাই মঙ্গলবার ছিল কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের (College University Admission) শেষ দিন। তবে সেই সময়সীমা বাড়ল আরও ২ সপ্তাহ (2 Weeks)। পড়ুয়ারাও তাই বেশ কিছুদিন সময় পেল হাতে। শিক্ষামন্ত্রী এদিন জানান, “উচ্চশিক্ষা বিভাগের সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালে ২ সপ্তাহ পূর্ণ হল। মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীদের সুবিধার জন্য আমরা এই আবেদনের সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছি। মঙ্গলবার সন্ধ্যে ৬ টা পর্যন্ত ৩,২৫,৩৪২ জন ছাত্র-ছাত্রী নিজেদের নাম নথিভুক্ত করে মোট ১৮,২৪,৯১৪টি আবেদন করেছেন। মোট নথিভুক্ত ছাত্রছাত্রীদের মধ্যে ২,৯০১ জন ভিনরাজ্যের বাসিন্দা। ‘চ্যাটবট বীণা’ উত্তর দিয়েছে ৩৩,২৬৭টি প্রশ্নের”।
আরও পড়ুন: ফের শুক্রবার থেকে ভারী বর্ষণের সতর্কতা, ভাসবে কোন কোন জেলা?
অন্যদিকে, ১লা জুলাই সকাল ১০টা থেকে বাংলার শিক্ষা পোর্টাল, এসএসসি এর উৎসশ্রী পোর্টাল বন্ধ রাখা হয়েছে। জানা গিয়েছে, ওবিসি সংক্রান্ত আইনি জটিলতায় ক্যাটেগরির হেরফেরের জন্য আগামী ৭ জুলাই সোমবার বেলা ১১টা পর্যন্ত বন্ধ থাকবে এই দুই পোর্টাল।
দেখুন অন্য খবর