কলকাতা টিভি ওয়েব ডেস্ক: জাতীয় স্তরের রাইফেল শ্যুটার কণিকা লায়েকের (Konica layak) ঝুলন্ত দেহ উদ্ধারের (mysterious death) পর শুরু বিতর্ক৷ সেই বিতর্কের আগুনে ঘি ঢেলে দিলেন কণিকার চিফ কোচ তথা প্রাক্তন অলিম্পিয়ান শ্যুটার জয়দীপ কর্মকার। তাঁর দাবি, গত অক্টোবরে আমেদাবাদে প্রি-ন্যাশনাল মিটে যোগ্যতা অর্জন করতে না পারাই হয়তো আত্মহত্যার কারণ৷ যে পদ্ধতিতে তাঁকে বাতিল করা হয়েছিল, তা ঠিক ছিল না বলে কণিকা জানিয়েছিলেন তাঁকে, মন্তব্য জয়দীপের।
বৃহস্পতিবার কলকাতা টিভি ডিজিটালকে ফোনে প্রাক্তন অলিম্পিয়ান শ্যুটার জয়দীপ বলেন, কণিকা সর্বদা হাসিখুশি থাকতেন। ধীরে ধীরে নিজের খেলায় উন্নতি করছিলেন। অ্যাকাডেমির বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের অনেক দায়িত্ব সামলাতেন। তাঁর মতো প্রতিভার আত্মহত্যা মেনে নেওয়া যায় না।
কণিকার সেই রাইফেল বক্স । নিজস্ব চিত্র
এদিন দেহ উদ্ধারের পাশাপাশি পুলিস কণিকার ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে। সেই নোটে খেলাধুলোতে আশানুরূপ ফল না-হওয়ায় মনোকষ্টের কথা লেখা আছে। এ প্রসঙ্গে জয়দীপ বলেন, গত অক্টোবরে আমেদাবাদে প্রি-ন্যাশনাল মিটে কণিকা যোগ্যতামান পেরোলেও তাঁকে ন্যক্কারজনকভাবে বাতিল করে দেওয়া হয়। কণিকা জালিয়াতি করে স্কোর করেছেন, এই মর্মে তাঁর থেকে জোর করে মুচলেকা লিখিয়ে নেওয়া হয়। যাতে যে কোনও ব্যক্তির সম্মানে আঘাত লাগা স্বাভাবিক। তাই কণিকার আত্মহত্যার পিছনে আমেদাবাদে ‘ইচ্ছাকৃত’ভাবে বাতিল করার কারণও থাকতে পারে।
আরও পড়ুন-হতাশায় আত্মঘাতী জাতীয় স্তরের রাইফেল শ্যুটার কণিকা
জয়দীপের এই মন্তব্যে কণিকার মৃত্যুর নেপথ্যে বিতর্ক উসকে দিয়েছে বলে মনে করছে ক্রীড়া মহল৷ অনেকেরই মত, এর আগেও এধরনের মেঠো রাজনীতির শিকার হয়েছেন বহু প্রতিভাবান খেলোয়াড়৷ আঞ্চলিক লবিবাজির জেরে বাংলার বহু উদীয়মান ক্রীড়াবিদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গিয়েছে৷ কণিকাকেও হয়তো সেই রাজনীতির শিকার হতে হল৷