ওয়েব ডেস্ক : ওয়াকফ আইন (waqf Bill) নিয়ে মুর্শিদাবাদ (Murshidabad )উত্তপ্ত হয়ে ওঠে। আর সেই সব এলাকা ঘুরে দেখতে এবার মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee)। ৫ মে মুর্শিদাবাদ যাবেন তিনি বলে জানা যাচ্ছে।
মুর্শিদাবাদ গিয়ে তিনি সুতি, সামশেরগঞ্জ-সহ একাধিক এলাকা ঘুরে দেখবেন। পাশাপাশি, হিংসা কবলিত এলাকায় গিয়ে কথা বলবেন স্থানীয়দের সঙ্গে। সূত্র মারফত খবর, ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেওয়া হবে আর্থিক ক্ষতিপূরণ।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর প্রশংসায় দিলীপ ঘোষ, যা শুনে আপনিও চমকে যাবেন
সেখানে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনভর একাধিক কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন বলে খবর।
তবে কোথায় হতে চলেছে তাঁর প্রশাসনিক বৈঠক, তা এখনও সঠিকভাবে নির্ধারিত নয়। মুর্শিদাবাদ প্রশাসন এখন মুখ্যমন্ত্রীর সফর নামা নিয়ে ব্যস্ত। কী কী পদক্ষেপ গ্রহণ করা হবে , কোন কোন সুবিধা দেওয়া হবে ক্ষতিগ্রস্থদের তা জানা যাবে মুখ্যমন্ত্রীর সোমবারের সফরে।
দেখুন অন্য খবর