শিলিগুড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ২২ বছর ভাত খাননি৷ খাবারের তালিকা থেকে রুটিও বাদ দিয়েছিলেন তিনি। মুড়ি-চিঁড়ের মতো শুকনো খাবার খেতেন। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২২ বছর পর তাঁর প্রতিদিনের খাবারের তালিকায় ভাত ফিরিয়ে এনেছেন। রবিবার শিলিগুড়ি (Siliguri)-তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) তাঁর বিষয়ে আরও একটি নতুন তথ্য প্রকাশ্যে আনলেন। তিনি জানান, গত ২০ বছর তাঁর জ্বর (Fever) হয়নি।’ তিনি বলনে, ‘চারশো ষাটটা পুজো ওপেন করেছি। জলে ভিজে পুজা ওপেন করতে গিয়েই ঠান্ডা লাগে৷ কথা বলতে পারছিলাম না। এখনও পুরো ঠিক হইনি। গত কুড়ি বছর আমার জ্বর হয়নি। তাই বেশী কথা বলার স্কোপ নেই। গলাও চোকড আছে।”
এ দিনের সভায় মুখ্যমন্ত্রী নিজেই অসুস্থতার কথা জানান। তার পরও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানান তিনি৷ কটাক্ষ ছুড়ে আক্রমণ করেন বিজেপি-কে। ভ্যাকসিন থেকে ত্রিপুরা প্রসঙ্গেও বিজেপিকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “আমিও জীবনে বারো তেরো বছর থেকে রাজনীতি শুরু করি। এত ছোট থেকে কেউ রাজনীতি করেছে কিনা জানি না। একমাত্র আমি ক্ষত নিয়ে বেঁচে আছি। আমায় জীবন্ত লাশ বলতে পারেন। বহু হোঁচট খেয়েছি। নিজের অভিজ্ঞতা বই-তে লিখেছি। আমার বহু বইতে লেখা আছে, কোন সময়ে কী করলে আপনি সফলতার পথে এগোবেন।”
আরও পড়ুন-রাজ্যে ফের হাজারের কাছাকাছি দৈনিক করোনা সংক্রমণ
মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলাকে ভ্যাকসিন নিয়েও বঞ্চনা করা হচ্ছে। তিনি বলেন, “শিলিগুড়িতে, কলকাতায় আমরা টিকা দিচ্ছি। বাংলায় টিকা দিচ্ছি। কাজটা করে ঢাক বাজান। সাত কোটি টিকা দিয়েছি। দরকার ১৪ কোটি। আমায় দেওয়া হয়নি। বাকিটা লোককে জানতে হবে। সত্যিটা কী জানা দরকার। ১৪ কোটি দরকার, পেলাম সাত কোটি। তার মধ্যে প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে আবার ১৮ প্লাস ডবল ডোজ পেয়েছি কত? দেশে ঢেঁড়া পেটাচ্ছে একশো কোটির? দুটো ডোজ না হলে সম্পূর্ণ টিকা হয় না। আমি একশো শতাংশ করে দেব।”