মহেশতলা: স্কুলের (School) সিঁড়ি থেকে পড়ে গিয়ে জখম হল দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী (Student)। তাকে তড়িঘড়ি হাসপাতালে (Hospital) নিয়ে গেলেও গৌতম পাল নামে স্কুলের এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠল পরিবারের বিরুদ্ধে। মহেশতলা (Maheshtala) পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বাটানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যামন্দিরের ঘটনা।
পরিবারের অভিযোগ, এদিন সকালে স্কুল ছুটির সময় সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে আহত হয় তাদের মেয়ে। প্রায় ১৫ থেকে ১৭ মিনিট কেটে গেলেও কেউ তাকে হাসপাতলে নিয়ে যায়নি। স্কুল কর্তৃপক্ষের পাল্টা দাবি, আহত ওই ছাত্রীকে উদ্ধার করে গৌতম পালই মহেশতলার পুর হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে পৌঁছন। স্কুলের অভিযোগ, এরপরেও পরিবারের লোকেরা গৌতমকে বাটার মোড়ের কাছে টেনে নিয়ে গিয়ে মারধর করেন। মহেশতলা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: উধাও ঠান্ডা, সপ্তাহ শেষে ফের ফিরবে শীতের আমেজ
দেখুন আরও অন্য খবর