কেশপুর: রক্ত ঝরলো কেশপুরে,(Keshpur) উচাহার এলাকায় তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষ। রক্তাক্ত হয়ে কেশপুর গ্রামীণ হাসপাতালে যেতেই দুই দলের মধ্যে সংঘর্ষ শুরু বাঁধে। দুই পক্ষেই সংঘর্ষে রণক্ষেত্র কেশপুর হাসপাতালের ভেতরেই। কেশপুরের উচাহার এলাকাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দের প্রার্থী রয়েছে শেখ হাসিনুদ্দিন। তার বিরুদ্ধে দাঁড়িয়েছে কংগ্রেস প্রার্থী আব্দুল জব্বার মল্লিক। এদিন তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে ভোট নিয়েই বচসা বাঁধে। সংঘর্ষে দুই দলের কর্মীদের মাথা ফাটে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।
অভিযোগ, অভিষেকের পছন্দের প্রার্থীকে জেতান নিয়ে সকাল থেকেই চাপা উত্তেজনা ছিল এলাকার মধ্যে। দুপুরের পর তৃণমূল ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তৃণমূলের অঞ্চল সভাপতি কাজী শাহাদত এর মাথা ফেটে যায় । তাকে রক্তাক্ত অবস্থায় কেশপুর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকেও তসলিম আরিফ নামে আরও এক নেতার মাথা ফেটে যায়। তাকেও ওই। হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে দুই গোষ্টীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। চরম উত্তেজনা এলাকায়।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Purulia | পুরুলিয়ায় বুথে অনুপস্থিত শাসকদলের এজেন্ট
শনিবার সকাল থেকেই রাজ্যে চলছে গণতন্ত্রের উৎসব। অবিরাম সন্ত্রাস, বোমাবাজি, বুথ দখল, ছাপ্পা ভোটের অভিযোগ আসছে। এ পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আগুন জ্বলছে। তৃণমূলের অভিযোগ, বিরোধী দলগুলি সম্মিলিত শক্তিতে তাদের উপর আছড়ে পড়ছে। অন্যদিকে, বিরোধী দলগুলি শাসকের বিরুদ্ধে পুলিশি মদতে সন্ত্রাস সৃষ্টির অভিযোগ এনেছে।