মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোটে (Panchayat Vote) অশান্তি অব্যাহত। মুর্শিদাবাদের ধনডাঙা গ্রামে সিপিএম-তৃণমূল তুমুল সংঘর্ষ। এমনকী ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাম প্রার্থী সহ দু’পক্ষের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের ধনডাহা গ্রাম এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল আচমকাই বাম-তৃণমূলের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সালারের ধনডাঙা গ্রাম। অভিযোগ, ব্যাপক বোমাবাজি হয় গ্রামে। গ্রামের একাধিক বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। পঞ্চায়েত নির্বাচন ঘিরে দু’পক্ষের সংঘর্ষে অতঙ্কিত গ্রামের বাসিন্দারা। এলাকায় পুলিশ পিকেট বসানোর পাশাপাশি বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে সালার থানার পুলিশ। এই ঘটনায় সিপিএমের প্রার্থী ঈদ মহম্মদকে গ্রেফতার করল সালার থানার পুলিশ।
আরও পড়ুন: Panchayat Election 2023 |Gosaba | তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, গ্রেফতার ৬
এখনও পর্যন্ত এই ঘটনায় বামফ্রন্ট প্রার্থী সহ দু’পক্ষের মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম ইদ মহম্মদ ওরফে বুলেট, সানু শেখ, আলঙ্গির শেখ ও হারাধন শেখকে কান্দি আদালতে তুলে চার দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।