বাঁকুড়া: দুই পৃথক মতাদর্শ নিয়ে ভোট ময়দানে জেঠু ও ভাইপো। একই পরিবারের দুই সদস্যের লড়াই ঘিরে জমজমাট রামসাগরের হাজরা পাড়া। দুজনের মতাদর্শ আলাদা। একজন তুলে ধরছে শাসকদলের উন্নয়ন। আর একজন তুলে ধরছে শাসকদলের বিরুদ্ধে ওঠা দুর্নীতি। একই পরিবারের দুই সদস্যের লড়াই এখন জমজমাট বাঁকুড়ার রামসাগরের হাজরাপাড়া এলাকা।
সম্পর্কে দু’জন জ্যেঠু-ভাইপো। কোথাও দুই ভাইয়ের লড়াই, আবার কোথাও দুই ভাইয়ের লড়াই পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে পারিবারিক সদস্যদের মধ্যেও ভোট যুদ্ধের লড়াই ক্রমশ সামনে আসছে। এবার বাঁকুড়ার ওন্দা ব্লকের রামসাগর অঞ্চলের হাজরা পাড়ায় ভোট লড়াই জেঠুর সঙ্গে ভাইপোর। জেঠু বুদ্ধদেব দত্ত ঘাসফুলের প্রতীক নিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হয়ে ভোটের ময়দানে নেমেছেন। উন্নয়নকে হাতিয়ার করে গ্রামের মানুষের দরজায় গিয়ে আশীর্বাদ চাইছেন। তাঁর ভার্ইপো প্রান্তিক দত্ত সামিল হয়েছেন পঞ্চায়েতের সিপিআইএম প্রার্থী হয়ে। প্রান্তিক রাজ্য সরকারের দুর্নীতিকে হাতিয়ার করে সিপিআইএম প্রার্থী হয়ে ভোটের ময়দানে জেঠুর বিরুদ্ধে লড়াই করছেন।
আরও পড়ুন: Mumbai Train Accident Video | ট্রেনের ধাক্কায় মৃত্যু ১৭ বছরের যুবকের
দুজনের দাবি, পারিবারিক সম্পর্ক অটুট আছে এবং থাকবে। কিন্তু দুজনের মতাদর্শ আলাদা। রাজনৈতিক প্ল্যাটফর্ম আলাদা। জেঠু দলের লোকজন নিয়ে মানুষের দরজায় যাচ্ছেন আশীর্বাদ চাইছেন। অন্যদিকে ভাইপো দলীয় লোকজন নিয়ে মানুষের দরজায় গিয়ে ভোট প্রচার করছেন। রামসাগর ২১ নম্বর বিডি হাজরা বুথ এখন জেঠু ও ভাইপোর লড়াইনকে ঘিরে জমে উঠেছে পঞ্চায়েত নির্বাচনে। কে শেষ হাসি হাসবে এখন সেদিকেই তাকিয়ে হাজরাপাড়ার মানুষ।