কলকাতা: ব্যারাকপুর সেনা বাহিনীর মধ্যে আইএসআই চর মামলায় সিবিআইকে প্রাথমিক অনুসন্ধান শুরু করার নির্দেশ কলকাতা হাই কোর্টের। পাশপাশি সিআইডি তার তদন্ত চালিয়ে যাবে। সেনার সঙ্গে সব এজেন্সিকে তদন্তে সহযোগিতা করতে হবে। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, দেশের নিরাপত্তায় সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।
এর প্রক্ষিতে রাজ্যের আইনজীবী আদালতকে জানান, অভিযোগের যথেষ্ট গুরুত্ব আছে। আমরা যা পেয়েছি তাতে অভিযোগ গুরুতর। যথেষ্ট সিরিয়াস ইস্যু। যথেষ্ট মেরিট আছে। সিআইডি বেশকিছু তথ্য পেয়েছে। আমাদের তথ্য অনুযায়ী, ইতিমধ্যে সেনবাহিনীর একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিছু পদক্ষেপ করেছে সেনা। কিন্তু গ্রেফতার নাকি আটক, সেটা বলতে পারব না। এই ঘটনার গভীরতা কতটা সেটা বুঝতে পারছি না। উত্তরপ্রদেশ, বিহার, অসম সহ বহু রাজ্যের যোগ আছে। আমরা ছাপাখানা চিহ্নিত করেছি। যেখানে ডোমিসাইল সার্টিফিকেট সহ জাল নথি ছাপা হয়।
আরও পড়ুন: Modi in MP | নিজেদের মধ্যে ঝগড়া চলবে না, বুথকর্মীদের সতর্ক করলেন মোদি
বিচারপতি মান্থা বলেন, সিআইডি, সিবিআই ও সেনাকে দেশের নিরাপত্তার জন্য একযোগে কাজ করতে হবে। কোনওভাবে যেন সেনার সঙ্গে সিবিআই বা সিআইডির সংঘাত না হয়। কারণ, এখানে মূল ঘটনা সেনার ভিতরে। সেনা ও কেন্দ্রীয় এজেন্সিগুলি একযোগে তদন্ত করবে।
পাশাপাশি বিচারপতির আরও নির্দেশ, রাজ্যের সিআইডি তাদের হাতে আসা তথ্য, নথি দিয়ে সেনাকে সহযোগিতা করবে। সিবিআই প্রাথমিক অনুসন্ধান করবে। সেনা প্রয়োজনে রিপোর্ট দিতে পারে। সিবিআই ও সিআইডিকে অগ্রগতির রিপোর্ট দিতে হবে আগামী শুনানিতে। এই মামলার পরবর্তী শুনানি ২৬ জুলাই।