মিনাখাঁ: সৌদিতে বসে মিনাখাঁর (Minakhan) মনোনয়ন জমা তৃণমূলের বিতর্কিত প্রার্থী মোহাড়ুদ্দিন গাজিকে ডেকে পাঠাল সিআইডি (CID)। আগামী ১ অগাস্ট সশরীরে ভবানী ভবনে হাজির দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২৭ জুলাই ভবানী ভবনের চার সরকারি কর্মীসহ ৭ জনকে জেরার পর, এবার তৃণমূল প্রার্থীকে তলব সিআইডি।
ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে’র নজরদারিতে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার মিনাখাঁর বিডিও কামরুল হোসেনকে চলতি মাসে ২৪ শে জুলাই বিডিও অফিসে সিআইডির চারজন আধিকারিক জিজ্ঞাসাবাদ করেন। প্রসঙ্গত, হজ কমিটি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ৪ জুন সৌদি আরবে যান মিনাখাঁর কুমারজোল গ্রাম পঞ্চায়েতে শাসক দলের প্রার্থী মোহারুদ্দিন গাজী। সেখানে থেকে তিনি কিভাবে মনোনয়ন ফাইল করেছেন, তা নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের করে সিপিএম। আদালতে হজ কমিটির রিপোর্ট তুলে ধরা হয়। ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের দাবি করেন মামলাকারীর আইনজীবী সামিম আহমেদ, সালোনি ভট্টাচার্য। ঘটনার তদন্ত সিবিআই তদন্তের দাবি জানান তাঁরা।
আরও পড়ুন: Dengue-Murshidabad | মুর্শিদাবাদ মেডিক্যালে ডেঙ্গি আক্রান্ত আরও ৭ জন ভর্তি
এবার সেই দাবি নস্যাৎ করলেন তৃণমূল প্রার্থী মোহারুদ্দিন। বলেন, আইন মেনে ২০১৮ সালে পঞ্চায়েত আইন মেনে প্রস্তাবককে দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম ১২ই জুলাই ঘটনায় মিনাখাঁ থানায় বিডিওর শেখ কামরুল ইসলাম অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রাজ্যের তদন্তকারী সংস্থা। অভিযুক্ত তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে অপরাধ মূলক ষড়যন্ত্রও প্রতারণাসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তে বিডিও অফিসের সিসিটিভি ফুটেজ দেখা হবে বলে জানা গিয়েছে। প্রয়োজনে প্রত্যেককে নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ২৪ শে জুলাই চারজনের সিআইডির তদন্তকারী প্রতিনিধি দল বিডিও শেখ কামরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করছে পাশাপাশি ১২ই জুলাই কী ভাবে তৃণমূল প্রার্থী সৌদিতে বসে মনোনয়নপত্র জমা দিয়েছিল সেই সিসিটিভি ফুটেজ পাঠিয়ে দিচ্ছে।
ইতিমধ্যে কুমারজল গ্রাম পঞ্চায়েতের ওই তৃণমূল প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছিল বিডিও অফিসের যে টেবিলের চারজন সরকারি কর্মী ছিল এছাড়া ওই প্রার্থীর প্রস্তাবক তিনজনকে মোট সাতজনকে আজ ভবানী ভবনে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। ২৪ শে জুলাই সিআইডি আধিকারিক দেবর্ষি দত্তের নেতৃত্বে চারজন আধিকারিক মিনাখাঁর বিডিও শেখ কামারুল ইসলামকে জেরা করেছিল। সেই তদন্তে উঠে আসে বিডিও অফিসের চারজন সরকারি কর্মীর বিরুদ্ধে। তারা ওই মনোনয়নপত্রের সই করেছিলেন এছাড়া তিন জন প্রস্তাবক তথা তৃণমূল কর্মী তাদেরকেও এই তদন্তে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে মনে করকেন সিআইডি আধিকারিকরা। তাঁদের জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীরা এবার খোদ তৃণমূল প্রার্থী মোহাড়ুদ্দিন গাজিকে ১আগস্ট ডেকে পাঠাল।