ওয়েবডেস্ক- ২০২৬ এর ভোটের (2026 Election) কথা মাথায় রেখে উত্তরবঙ্গের (North bengal) মানুষের মন জয় করতে ঢালাও বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee)। তিনদিনের সফরে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ডাবগ্রাম ফুলবাড়িতে (Dabgram Phulbari) প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের মানুষের জন্য একের একের পর এক ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গে আগে কোনও উন্নয়ন হয়নি। আমরা শুধু কথা দিই না, কথা রাখি। সেইসঙ্গে কেন্দ্রকে নিশানা করে বলেন, আমি ম্যাজিসিয়ান নই, টাকা জোগার করতে হয়। কেন্দ্রের কাছে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা পাই। আবাস কেন্দ্রে টাকা না দিলেও রাজ্য টাকা দেবে। কিছু করতে পারেনি বিজেপি, আমরা বন্ধ চা বাগান খুলছি।
আরও পড়ুন- ‘অপারেশন সিঁন্দুর’ বিশ্বের দরবারে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের ক্রীড়াক্ষেত্র হয়েছে। ৯ কোটির বেশি ব্যয়ে বীরপাড়ায় হাসপাতাল। পর্যটনে এখন সেরা বাংলা, দিঘা যেতে উত্তরবঙ্গকে ৬ টি ভলবো বাস। মাদারিহাটে ২ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ। জলপাইগুড়ি সদর ব্লকে ৪৮ টি মডেল স্কুল তৈরি। বাংলার বাড়ি প্রকল্পে উপকৃত হবেন ৪৮ লক্ষ মানুষ, আজ আরও ১২ লক্ষ উপকৃত। বানারহাটে সেতু নির্মাণের জন্য ৮ কোটি বরাদ্দ। তরাই চা বাগানে পানীয় জলের জন্য ৩ কোটির বেশি বরাদ্দ।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উত্তরবঙ্গের অনেক উন্নতি হয়েছে। আজ জলপাইগুড়িতে সেক্রেটারিয়েট হয়েছে। আমরা চা শ্রমিকদের মজুরি বাড়িয়েছে। বানারহাটে ৩০ বেডের জন্য ৩০ কোটির বেশি বরাদ্দ। চা শ্রমিকদের ২৯৮ টি বাড়ি। ফালাকাটায় ৬০ কোটির বেশি খরচে অ্যাপ্রোচ রোড। ৪৮ মডেল স্কুলে জন্য ৫ কোটি বরাদ্দ। পর্যটনে সেরা বাংলা। চা সুন্দরী প্রকল্পে বহু মানুষ উপকৃত।
রাজ্যে সরকারের খতিয়ানের কথা তুলে রেখে মুখ্যমন্ত্রী বলেন, কন্যাশ্রী পৃথিবীতে ১ নম্বর স্থানে রয়েছে।
দেখুন আরও খবর-