অসামান্য দক্ষতা এবং বিশেষ কৃতিত্বের জন্য এবার ‘মুখ্যমন্ত্রী মেডেল’ এ পুরস্কৃত হতে চলেছেন ১০ জন পুলিশ আধিকারিক। প্রতি বছরের মত এবছরও স্বাধীনতা দিবসের দিন এই বিশেষ সন্মানে পুরস্কৃত করা হবে তাঁদের। কর্মক্ষেত্রে অসামান্য দক্ষতার জন্য ‘মুখ্যমন্ত্রী মেডেল’ পাচ্ছেন ৩ আইপিএস। এই তালিকায় রয়েছেন সিপি সোমেন মিত্র, এডিজি কারেক্টশনাল পীযূষ পাণ্ডে , আইজি উত্তরবঙ্গ ডিপি সিং।
আরও পড়ুন ত্রিপুরায় গ্রেফতার তৃণমূল কর্মীদের জেল হেফাজতের নির্দেশ আদালতের
এছাড়াও কর্মক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য এই পুরস্কার পাচ্ছেন আরও ৭ জন পুলিশ আধিকারিক। এই তালিকায় রয়েছেন আইজি (সিআইডি) আনন্দ কুমার, জেটি সিপি(ও) অওাকার রাজা, কোচবিহারের সিপি সুমিত কুমার, সুন্দরবনের এসপি ভাস্কর মুখোপাধ্যায়, পূর্ব মেদিনীপুরের এসপি আমারনাথ কে, পশ্চিম মেদিনীপুরের আইপিএস দীনেশ কুমার , এস টি এফ অপরাজিতা রাই।
আরও পড়ুন স্ত্রীর চুল কাটার অপরাধে গ্রেফতার চিকিৎসক স্বামী
প্রতি বছরের মতোই এ বছরেও একইভাবে এই সন্মান প্রদান করা হবে রাজ্যের বিভিন্ন পুলিশ আধিকারিককে। স্বাধীনতা দিবসের দিন এই মেডেলটি তুলে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে রাজ্যের পুলিশ বাহিনীর নিরলস পরিশ্রমের কথা বারবার উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, পুলিশ প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এত বড় মহামারী কিছুতেই মোকাবিলা করা সম্ভব হত না।
আরও পড়ুন বিশ্বভারতীর উপাচার্যের সিদ্ধান্ত খারিজ কলকাতা হাইকোর্টে
চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি এই মহামারীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পুলিশকর্মীরাও। যে কারণে তাদেরও ‘কোভিড যোদ্ধা’ হিসেবে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এবার তাঁদের কর্ম সাফল্যের ভিত্তিতেই এবছর ১০ জনের নাম ঘোষণা করল সরকার।