কলকাতা: শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন এবং দুবাই সফরে ছাড়পত্র দিল বিদেশমন্ত্রক। বৃহস্পতিবার এবং শুক্রবার মুম্বইয়ে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক। সেখানে গিয়েছেন মমতা। প্রশাসনিক সূত্রের খবর, তার ঠিক আগে, বুধবার রাতে কেন্দ্রীয় সরকারের তরফে প্রয়োজনীয় সম্মতি পেয়েছে নবান্ন। জানা গিয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর স্পেনের উদ্দেশে মুখ্যমন্ত্রী রওনা হবেন। তারপর সেখান থেকে দুবাই হয়ে কলকাতায় ফিরবেন ২৩ সেপ্টেম্বর।
মুখ্যমন্ত্রীর সফরসূচিতে রয়েছে স্পেনের রাজধানী শহর মাদ্রিদ এবং বাঙালিদের কাছে একদা মেসির শহর বলে পরিচিত বার্সেলোনা। তবে দুই শহরের সঙ্গেই ফুটবলপ্রিয় বাঙালির আত্মিক যোগ রয়েছে। স্পেন থেকে দুবাই যাবেন মমতা। দুবাইতে অনাবাসী ভারতীয় শিল্পপতি সহ সেখানকার শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। দুবাইয়ে তিন দিন থাকার পর স্পেনে যাবেন। স্পেনে পাঁচ-ছয় দিনের কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। স্পেনে গিয়েও সেখানকার বণিক সভা ও শিল্পপতিদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: ১৫ লক্ষ কিমি দূরে ল্যাগ্রাঞ্জ পয়েন্ট ১-এ থিতু হবে আদিত্য এল ১, এই স্থানের মাহাত্ম্য কী?
চলতি বছরের নভেম্বর মাসে রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য শিল্প সম্মেলন হবে। তার আগেই বিদেশ থেকে লগ্নি আনতে চান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তেল পরিশোধনাগার সংক্রান্ত শিল্পের জন্য একাধিক জায়গা রয়েছে। দুবাই গিয়ে একাধিক শিল্পপতির সামনে রাজ্যের শিল্প বিনিয়োগের পরিবেশ বিশেষত খনিজ শিল্পে কী কী সম্ভাবনা রয়েছে তা তুলে ধরতে চান খোদ মুখ্যমন্ত্রী।