কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সংস্থা লিপ্স অ্যান্ড বাউন্ডসের (Leaps and Bounds) কম্পিউটারের ১৬টি ফাইলে কী আছে, তা আদালতে রিপোর্ট দিয়ে জানাল কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (Forensic Team)। তবে এ বিষয়ে ১২ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট হাইকোর্টে (Calcutta High Court) জমা করতে হবে সিএফএসএল-কে। তার জন্য কিছুটা সময় চেয়েছে তারা।
বুধবার ইডির (ED) পক্ষ থেকে আদালতে লিখিতভাবে জানানো হল, এই ১৬টি ফাইল তারা তদন্তের আওতায় আনবে না। সেই স্বীকারোক্তি আবেদনকারীকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ভবিষ্যতে যাতে এই ১৬টি ফাইল নিয়ে ইডি কোনও সমস্যা না করে, তার জন্যই আদালতের এই সিদ্ধান্ত।
আরও পড়ুন: শুভেন্দুর রক্ষাকবচ মামলায় আদালতের তোপের মুখে কল্যাণ বন্দ্যোপাধ্যায়
এদিন সরকারি আইনজীবী আদালতে আবেদন করেন, ইডির অফিসাররা কলকাতা পুলিশের তদন্তে সহযোগিতা করুক। এর প্রক্ষিতে আদালতের মৌখিক নির্দেশ, আপনারা তদন্ত করতে পারেন। ভার্চুয়াল বা মেলের মাধ্যমে তদন্ত করুন। এই মামলার পরবর্তী শুনানি ১২ সেপ্টেম্বর।
নিয়োগ মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে যুক্ত সংস্থা লিপ্স অ্যান্ড বাউন্ডসে তল্লাশি চালায় ইডি। ইডি চলে যাওয়ার পর সংস্থার এক কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাঁদের কম্পিউটারে ১৬টি অচেনা ফাইল ডাউনলোড করা হয়েছে। ইডি আধিকারিকেরা ওই কম্পিউটার থেকে ওই ফাইলগুলি ডাউনলোড করেন বলে জানিয়েছিলেন তিনি। এরপরই লালবাজারের দ্বারস্থ হন চন্দন।