ঘাটাল: কেন্দ্রের বিরুদ্ধে ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদন না করার অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার ঝাড়গ্রাম থেকে হেলিকপ্টারে ঘাটাল যান তিনি৷ সেখানকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী৷ তার পর জানান, দু-তিন দিন পর আরও বৃষ্টি হবে৷ পরিকল্পনা করে কাজ না করলে ঘাটাল শহরে প্রতি বছর এই অবস্থা হবে৷ মাস্টার প্ল্যান অনুমোদন জন্য কেন্দ্রের কাছে প্রতিনিধিদল পাঠাবেন৷ কলকাতায় গিয়ে তিনিও রিপোর্ট বানাবেন বলে জানান৷
আরও পড়ুন: বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ ঘাটাল যাচ্ছেন মুখ্যমন্ত্রী
আদিবাসী দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে যোগ দিতে সোমবার ঝাড়গ্রাম পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, আবহাওয়া ভালো থাকলে ঘাটাল যাবেন৷ সেই মতো আজ ঘাটালের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এদিন বেলা ১২টা নাগাদ হেলিকপ্টারে করে ঘাটাল শহরের অনুকুল আশ্রমের মাঠে নামেন। সেখান থেকে কিছুটা দূরে আটগোরা এলাকায় বন্যায় ডুবে থাকা একটি স্থান পরিদর্শন করেন মমতা।
এলাকা পরিদর্শন করার পর মুখ্যমন্ত্রী বলেন, ‘ঘাটালের পরিস্থিতি ভয়াবহ৷ বাড়ি, ঘর, দোকান সব জলের তলায়৷ ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রীয় সরকারের প্রকল্প৷ মাস্টারপ্ল্যান নিয়ে বারবার বলা হচ্ছে৷ কিন্তু কেন্দ্র কিছুতেই অনুমোদন দিচ্ছে না৷ এখন প্রাকৃতিক দুর্যোগ বেশি হচ্ছে৷ পরিকল্পিত বন্যা হচ্ছে৷ তাই প্রশাসনকে পরিকল্পনা করে কাজ করতে হবে৷ আরও বেশি ক্যাম্প করতে হবে৷ এই এলাকার বিধায়করা সেচমন্ত্রীর সঙ্গে দেখা করে দাবি করুন৷ নইলে ঘাটালকে বাঁচানো যাবে না৷’