বীরভূম: আসন্ন পঞ্চায়েত ভোটে (Panchayet Election) কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেইমতো রাজ্য নির্বাচন কমিশনের তরফে প্রথম দফায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি দেয়। শনিবার ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বীরভূম জেলায় এসে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শুরু হল রুট মার্চ। শনিবার বীরভূমের বোলপুর থানা অন্তর্গত রায়পুর সুপুর অঞ্চলে সকাল থেকেই বিভিন্ন গ্রামে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী।
বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক নিখিল আগারওয়াল এবং বোলপুর থানা আইসি সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে রায়পুর, কাকুটিয়া, সুপুর সহ বিভিন্ন গ্রামে চলছে কেন্দ্রীয় বাহিনীর অভিযান। এদিন জাওয়ানরা গ্রামের মানুষদের সঙ্গে কথা বলেন। সুনিশ্চিত করছেন নিরাপত্তার বিষয়গুলিও। পঞ্চায়েত ভোটে যাতে কোনওরকম অশান্তির পরিবেশ তৈরি না হয়, তার জন্য আশ্বস্ত করছেন গ্রামবাসীদের।
আরও পড়ুন:Mamata Banerjee | panchayat Election | সোমবার কোচবিহার থেকে নির্বাচনী প্রচার শুরু মমতার
বৃহস্পতিবারই রাজ্যে পৌঁছেছিল কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের নির্দেশে, যে জেলাগুলিতে বাহিনী পৌঁছে গিয়েছে সেখানে রুট মার্চ শুরু করতে হবে। মনোনয়ন পর্বে বা অতীত অভিজ্ঞতা থেকে স্পর্শকাতর এলাকায় রুটমার্চ শুরু করতে নির্দেশ কমিশনের। সূত্রের খবর, কমিশনের নির্দেশ অনুযায়ী প্রত্যেকটি পুলিশ জেলার এসপি ,সিপিদের বলে জানিয়েই রুটমার্চ শুরু করা হচ্ছে। সেইমতো আজ বীরভূমে এসে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। যদিও কত কোম্পানি বাহিনী এসেছে তা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।
বৃহস্পতিবারই পঞ্চায়েত ভোটের (Panchayet Election) জন্য আরও ৩১৫ কোম্পানি বরাদ্দ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry)। মঙ্গলবারই কমিশন ২২ কোম্পানি ফোর্সের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিক্যুইজিশন পাঠিয়েছিল। বৃহস্পতিবার আরও ৮০০ কোম্পানি ফোর্স চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি পাঠায়। এর প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, তারা ২২ কোম্পানি ফোর্স ইতিমধ্যে অনুমোদন করেছে। আরও ৩১৫ কোম্পানি ফোর্স আপাতত দিতে পারবে। অর্থাৎ মোট ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অনুমোদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এছাড়াও ভিনরাজ্যে স্পেশাল আর্মড পুলিশও আসছে রাজ্যে।