পাঁচলা: হাওড়ার পাঁচলায় নির্যাতিতা বিজেপি প্রার্থীর বাড়িতে গেলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। সোমবার পঞ্চায়েত ভোটের দিন ওই বিজেপি প্রার্থীকে হেনস্থার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এদিন ওই নির্যাতিতার সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় মহিলা কমিশন চেয়ারপার্সন রেখা শর্মা। বিজেপি প্রার্থীর অভিযোগ করেন, তাঁকে এখনও ভয় দেখানো হচ্ছে। এর আগে ওই নির্যাতিতার বাড়ি গিয়েছিলেন বিজেপির মহিলা তথ্যানুসন্ধানী দল।
কেন্দ্রীয় মহিলা কমিশন চেয়ারপার্সন রেখা শর্মা ঘটনার সঠিক তদন্ত এবং ওই বিজেপি প্রার্থীর নিরাপত্তার বিষয়ে তিনি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেন। এ ছাড়া গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান।
আরও পড়ুন: দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা, বিডিওকে রিপোর্ট পেশের নির্দেশ
এদিন বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়াল নির্যাতিতা বিজেপি প্রার্থী ও তাঁর পরিবারের সদস্যদের অন্যত্র নিয়ে গিয়েছিলেন। প্রশাসনের সঙ্গে কথা বলে পরবর্তী সময়ে ওই পরিবারকে তিনি বাড়ি ফিরিয়ে দিয়ে যান। সোমবারও তাঁকে ঘটনাস্থলে দেখা যায়। কেন্দ্রীয় মহিলা কমিশন চেয়ারপার্সন রেখা বলেন, এই ঘটনার সঠিক তদন্ত হওয়া দরকার। ওই মহিলা মিথ্যা বলবেন না। এখনও পর্যন্ত তাঁর গোপন জবানবন্দি নেওয়া হয়নি। তিনি এ ব্যাপারে ডিজি-র সঙ্গে কথা বলবেন বলে জানান।
এ নিয়ে হাওড়া সদরের তৃণমূলের মহিলা সভানেত্রী নন্দিতা চৌধুরী বলেন, পাঁচলায় এমন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঘটলে নিশ্চিতভাবে জানতাম। বড় কিছু হলে বিধানসভায় বিরোধীরা সরব হতেন। কিন্তু সেরকম কিছু হয়নি।