কলকাতা: আবাস যোজনা (Awas Yojana) নিয়ে রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় সরকার (Central Government)। নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে, এই চিঠিতে তিনটে জেলার অনিয়মের কথা তুলে ধরা হয়েছে। নদীয়া, কালিম্পং এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কথা উল্লেখ করা হয়েছে।
এই বছরের ২৭ শে মার্চ কেন্দ্রীয় দল পরিদর্শনে আসে বিভিন্ন জেলায়। নদীয়া জেলায় উল্লেখ করা হয়েছে যাদেরকে আবাস যোজনায় নাম নথিভুক্ত করা হয়েছে তাঁদের দুই চাকার গাড়ি রয়েছে। এছাড়াও বেশ কিছু জায়গায় নাম পরিবর্তন করেছে রাজ্য সরকার বলেও এই চিঠিতে উল্লেখ করা হয়েছে। কালিম্পং জেলায় বেশ কয়েকটি বাড়িতে লোগো ব্যবহার করা হয়নি। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে চিঠিতে বলা হয়েছে ১৫ দিনের মধ্যেই অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে বলা হয়েছে রাজ্য সরকারকে।
আরও পড়ুন: শ্রীনগরে রাতে মরসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
উল্লেখ্য, আবাস যোজনার টাকা না পাওয়া নিয়ে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে তৃণমূল। তাঁদের অভিযোগ, রাজ্য সরকারকে বঞ্চিত করা হয়েছে। বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্র। রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র। এজন্য দিল্লিতেও ধরনা দিয়েছিল তৃণমূল। বিজেপির অবশ্য পাল্টা অভিযোগ ছিল, রাজ্যে আবাস যোজনা নিয়ে দুর্নীতি হয়েছে। তাই টাকা আটকে দেওয়া হয়েছে।
আরও খবর দেখুন