সন্দেশখালি: রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনের মধ্যেই সন্দেশখালি নিয়ে দিনভর উত্তর ছিল বঙ্গ রাজনীতি। সন্দেশখালিতে (Sandeshkhali) শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই (CBI)। পরে অভিযানে নামে এনএসজি(NSG)। চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র থেকে পুলিশের পিস্তল। এ ছাড়াও উদ্ধার হয়েছে কার্তুজ, দেশি বোমা। সিবিআইয়ের জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে ছবি দিয়ে দাবি করা হয়েছে, অস্ত্রের পাশাপাশি উদ্ধার হয়েছে কিছু নথিও। যেখানে শেখ শাহজাহানের সচিত্র পরিচয়পত্রও মিলেছে। এই ঘটনায় জেলা পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।
আরও পড়ুন: বিজেপিকে চাকরিখেকো বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
গোপন সূত্রে গোয়েন্দারা খবর পেয়ে সন্দেশখালিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয় বাড়িতে তল্লাশি অভিযানে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, মাটি খুঁড়ে চলে তল্লাশি করা হয়। বাড়িটি থেকে প্রচুর অস্ত্র-বোমা উদ্ধার হয়েছে। বাড়ির মেজে ঘুরে এক বস্তা, বেআইনি অস্ত্র বোমা পাওয়া গিয়েছে এগুলো সক্রিয় কি নিষ্ক্রিয় তদন্তকারীরা দেখে নিতে চাইছে। শুধু তাই নয়, এর পাশাপাশি ওই বাড়িটির থেকে পাঁচশো কিলোমিটার দূরে আরও একটি বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। বোমা খোঁজার জন্য বিশেষ স্ক্যানারও নিয়ে আসা হয়েছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার নামানো হল এনএসজিকে। বিস্ফোরকের সন্ধানে রোবট ও স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। শুক্রবার তল্লাশিতে উদ্ধার হয়েছে ৭টি স্মল আর্মস। ৭টির মধ্যে ৪টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বাকি দেশি পিস্তল। ২২৮ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সমস্ত বোমা দেশি।
দেখুন ভিডিও