নদীয়া: কৃষ্ণনগরে মহুয়া মৈত্রর (Mahua Moitra) সংসদ কার্য়ালয়ে হানা দিল সিবিআই (CBI)। সিদ্ধেশ্বরীতলায় মহুয়ার সাংসদ কার্য়ালয়ে সিবিআইয়ের পাঁচ সদস্যের একটি দল গিয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ি ঘিরে রেখেছেন। ওই বাড়িতে তল্লাশি চলছে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় সিদ্ধেশ্বরীতলার ওই বাড়ি থেকে প্রচার সংক্রান্ত কাজ করেছিলেন মহুয়া। এদিকে জানা গিয়েছে, মহুয়া বেশিরভাগ সময় থাকেন তাঁর করিমপুরের বাড়িতে। সিবিআইয়ের গোয়েন্দারা এরপর করিমপুরের বাড়িতে যাবেন কি না তা অবশ্য জানা যায়নি। শনিবার সকালে সিবিআইয়ের একটি দল আলিপুরের একটি আবাসনে যায়। যেখানে থাকেন মহুয়ার বাবা।
টাকার বিনিময়ে প্রশ্ন কাণ্ডে মহুয়ার বিরু্ধে অভিযোগ নিয়ে গত ১৯ মার্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল। বরখাস্ত হওয়া এই তৃণমূল সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুতর বলে বর্ণনা করা হয় লোকপালের নির্দেশিকায়। তারপরেই সিবিআই মহুয়ার বিরুদ্ধে এফআইআর করে।
আরও খবর পড়ুন: ফের এক দফা প্রার্থী তালিকা বামেদের
মহুয়ার বিরুদ্ধে প্রথম অভিযোগ তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি দাবি করেন, দুবাইয়ের শিল্পপতি দর্শন হিরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করেছেন মহুয়া। পরিকল্পনা মাফিক সংসদে নিশানা করেন গৌতম আদানিকে। নিজের লগইন আইডি দেওয়ার কথা স্বীকার করলেও ঘুষ দেওয়ার অভিযোগ উড়িয়ে দেন মহুয়া। তিনি অভিযোগ করেন, তাঁর বক্তব্য না শুনেই লোকসভার এথিক্স কমিটি তাঁকে একতরফাভাবে বহিষ্কারের সুপারিশ করেছে।
আরও খবর দেখুন