বীরভূম: আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত (Asansol Court) থেকে স্থানান্তরিত হল গরু পাচার মামলা (Cattle Scam)। বুধবার এই মামলা আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত থেকে সরিয়ে দিল্লি রাউস এভিনিউ আদালতে (Rouse Avenue District Court) স্থানান্তরিত করা হয়। বুধবার এমনই নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। ফলে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) মামলায় গ্রেফতার, তার যাবতীয় শুনানি এ বার দিল্লিতে হবে।
আগেই ইডির (ED) তরফে এই মামলা দিল্লিতে স্থানান্তরিতের জন্য আবেদন করা হয়েছিল। বুধবার এই মামলা শোনার পর বিচারক রাজেশ চক্রবর্তী মামলা দিল্লির আদালতে স্থানান্তরের পক্ষেই রায় দেন।
আরও পড়ুন: ভারতে প্রথম চালু হচ্ছে ইউপিআই-এটিএম, কীভাবে তুলবেন টাকা, জানুন
উল্লেখ্য, গরু পাচার মামলায় এখন তিহাড় জেলে বন্দি অনুব্রত এবং সায়গল। এই মামলাতেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল। এ ছাড়া আগেই গ্রেফতার হন এনামুল হক এবং বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার। গত ২৮ জুলাই আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে ইডির তরফে ৪৪(১/সি) নম্বর ধারায় এই মামলা স্থানান্তরের জন্য আবেদন করে ইডি।