কলকাতা: নারায়ণগড় ব্লকের বিডিওর বিরুদ্ধে মিড ডে মিল সহ একাধিক বিষয়ে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির। আর সোমবার সেই মামলায় পুরো বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট পেশ করার জন্য জেলাশাসককে নির্দেশ দিলেন প্রধান বিচারপতির বেঞ্চ।
জানা গিয়েছে, বিগত কয়েক মাস ধরে নারায়ণগড়ের বিডিও ডিও কৃশানু রায়ের বিরুদ্ধে অর্থ তছরূপের বিষয়ে অভিযোগ আনছিল তৃণমূল পরিচালিত নারায়ণগড় পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা। আর সেই অভিযোগে গত ১৫ মে বিডিও অফিসে ছাঁটাই পেতে গো ব্যাক বিডিও স্লোগান তুলে বিক্ষোভ দেখিয়েছিল জনপ্রতিনিধিরা। পরে জেলাশাসকের আশ্বাসে উঠে গিয়েছিল সেই বিক্ষোভ। এরপরেও বিষয়টি নিয়ে জেলাস্তরে তেমন কোনও সদুত্তর না পাওয়ায় গত ২০ জুলাই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে জনপ্রতিনিধিরা। আর সোমবার সেই মামলায় প্রধান বিচারপতির বেঞ্চ পশ্চিম মেদিনীপুরের জেলাশাসককে রিপোর্ট পেশের নির্দেশ দেন।
আরও পড়ুন: ‘নিরামিষাশীরাই বসতে পারবেন’, আইআইটি বম্বের ক্যান্টিনে বিতর্কিত পোস্টারকে ঘিরে ছাত্র বিক্ষোভ
তবে বিষয়টি নিয়ে মামলাকারীদের মধ্যে অন্যতম বিজয়ী কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূল সভাপতি সুকুমার জানা বলেন, আইন আইনের পথেই চলবে। এ বিষয়ে আমার কিছু বলার নেই। অভিযুক্ত বিডিও প্রতিক্রিয়া দিতে রাজি হননি। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে জেলা বিজেপির সহ-সভাপতি রমা প্রসাদ গিরি।