টরন্টো: কানাডায় (Canada) ভয়াবহ বিমান (Plane) দুর্ঘটনা ঘটেছে। পাহাড়ে ধাক্কা খেয়ে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বিমানটি। পাইলটসহ বিমানে থাকা ৫ জনের সবার মৃত্যু হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগ্যারি শহরে এই ঘটনা ঘটেছে। কানাডা পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে ক্যালগ্যারির স্প্রিংব্যাঙ্ক বিমানবন্দর থেকে বিমানটি রওনা দিয়েছিল। এটি ব্রিটিশ কলাম্বিয়ার সালমন আর্মে যাচ্ছিল।
কানাডা পুলিশ এর পর নিখোঁজ বিমানটির সন্ধানে অন্য একটি বিমান পাঠায়। তারা ক্যালগ্যারি থেকে অন্তত ৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত পাহাড় মাউন্ট বোগার্টে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায়। বিমানের খোঁজ মিলতেই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছিল। কিন্তু কোনও যাত্রী বা সওয়ারিকেই জীবিত অবস্থায় পাওয়া যায়নি। পাহাড়ে ধাক্কা খেয়ে বিমানটি ভেঙে পড়ে। ভিতরে থাকা সকলেই এই দুর্ঘটনায় মারা গিয়েছেন।
আরও পড়ুন: Beauty Tips | জানুন ফেসিয়ালের সঠিক পদ্ধতি ও উপকারিতা
দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে একটিই ইঞ্জিন ছিল। সিঙ্গেল ইঞ্জিন পিপার পিএ-৩২ বিমানটি আকারে অনেকটাই ছোট। ছয় জনকেই বহন করার ক্ষমতা ছিল বিমানের। কীভাবে কোন পরিস্থিতিতে বিমানটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।