বসিরহাট: দেশের তফসিলি জাতি ও উপজাতিরা দীর্ঘদিন বঞ্চিত, সেই অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রীকে একাধিকবার চিঠি দিয়েছে তফসিলি জাতি ও উপজাতি (India Scheduled Castes and Tribes) নেতৃত্ব। যদিও তাতে কোনও লাভ হয়নি। এবার বৃহত্তর আন্দোলনের ডাক সর্বভারতীয় তপশিলি জাতি ও উপজাতি নেতৃত্ব। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা একাধিক প্রকল্পের টাকা আটকে রাখার প্রতিবাদে এবার ক্ষোভ উগরে দিলেন তফসিলি ফেডারেশন অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক। তিনি বলেন, বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক সঙ্গে আমরাও দিল্লিতে আন্দোলনে সামিল হব। সারাদেশে মতুয়া সম্প্রদায় সহ তফসিলি জাতি ও উপজাতি নাগরিকরা বঞ্চিত হচ্ছে। তফসিলি জাতি ও উপজাতি সর্বভারতীয় নেতৃত্ব দিল্লিতে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন।
মৃত্যুঞ্জয় মল্লিক বলেন, বিভিন্ন প্রকল্প থেকে যেমন ১০০ দিনের কাজ, নদী বাঁধের কাজ সহ একাধিক প্রকল্পের পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) ঘর থেকে শুরু করে যেসব সরকারি প্রকল্প থেকে তারা দীর্ঘ দিন বঞ্চিত হয়েছে। এবার বাংলার আন্দোলনের পাশে দাঁড়াতে বৃহত্তর আন্দোলনের নামবেন। তফসিলি ফেডারেশন অফ ইন্ডিয়ার রাজ্য সম্পাদক আখের আলিরা বলেন, সামাজিক বিচার ও ক্ষমতায়নের কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠোয়লের সহ একাধিক মন্ত্রীর কাছে তারা জানান সারা ভারতবর্ষে তফসিলি জাতি ও উপজাতি সহ মতুয়ারা বঞ্চিত হচ্ছে সেই কথাও তুলে ধরেছেন। পাশাপাশি মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিষয় তিনি লিখিত দিয়েছেন। মতুয়াদের নিয়ে সবাই রাজনীতি করছে। তাই এবার সময় এসেছে বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে আগামী দিনে আন্দোলনের ডাক দেওয়ার।
আরও পড়ুন: উত্তরকাশিতে সুড়ঙ্গে আটকে তুফানগঞ্জের মানিক
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের হাড়োয়া ব্লকের বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের রাজবংশী পাড়া, বাগদি পাড়া, মন্ডলপাড়া ও দাসপাড়া সহ একাধিক গ্রামে বিদ্যাধরী নদীর পাড়ের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তাদের অবাক অভিযোগ লিপিবদ্ধ করেন নির্দিষ্ট দপ্তরে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। এদিন এইসব গ্রামের বাসিন্দারা একরাশ ক্ষোভ উগরে দিয়ে তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন। ইতিমধ্যে মতুয়ারা নাগরিত্ব চাইছেন। পাশাপাশি এও বলেন বাংলার প্রতি বঞ্চনা কেন্দ্রের সেই আন্দোলন করে আসছে। সেই আন্দোলনে আমরা সামিল হবো। আগামী দিন দিল্লিতে গিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন তপশিলি জাতি ও উপজাতির নেতৃত্বরা।
আরও অন্য খবর দেখুন