সিতাই: আসন্ন উপনির্বাচনে সিতাই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের প্রার্থী মনোনয়ন বাতিলের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, দুদিন পরেই নির্বাচন, তাই এই বিষয়গুলি পর্যবেক্ষণের দায়িত্ব নির্বাচন কমিশনের। আদালত এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। আবেদনকারী চাইলে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাতে পারে। উল্লেখ্য, আবেদনকারীর দাবি ছিল, সিতাই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের পুজাবকাশকালীন একক বেঞ্চ অন্য একটি মামলায় নির্বাচন কমিশনকে এই অভিযোগ ক্ষতিয়ে দেখে ৪ নভেম্বর কলকাতা হাইকোর্টের রেগুলার বেঞ্চে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সঙ্গীতা রায়ের মনোনয়ন পত্র বাতিল করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ঐ কেন্দ্রের উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ। সেই মামলাটি অন্য বেঞ্চে বিচারাধীন।
আরও পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে উষ্কানির অভিযোগ, ভোটের আগেই কমিশনের দ্বারস্থ কুণাল ঘোষ
এদিকে, এই একই দাবিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ভানুদেব রায় নামে এক ব্যাক্তি মামলা দায়ের করেন। মামলাকারীর দাবি, সিতাই বিধানসভা কেন্দ্রটি তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত। সেজন্য সব দলের প্রার্থীরা জাতিগত শংসাপত্র মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় হলফনামায় কি দিয়েছিলেন, তা জানতে চাওয়া হলেও অবজারভাররা তা দেখাতে রাজি হননি। যদিও এর আগে পঞ্চায়েত নির্বাচনে সিতাই পঞ্চায়েত সমিতি থেকে প্রার্থী হয়েছিলেন সঙ্গীতা রায়। সেই সময় হলফনামায় তিনি তাঁর স্বামীর নাম জগদীশ বর্মা বসুনিয়া লিখেছিলেন। যিনি বর্তমানে কোচবিহারের তৃণমূল সাংসদ। কিন্তু আসন্ন উপনির্বাচনে প্রার্থী হয়ে তিনি যে হলফনামা জমা দিয়েছেন সেখানে স্বামীর নামের পরিবর্তে নিজের প্রয়াত পিতার নাম উল্লেখ করেছেন। যদিও সঙ্গীতা রায়ের বাবা সংরক্ষিত শ্রেণীর মধ্যে পড়েননা। এই বিষয়টিকে সামনে রেখেই মামলাটি দায়ের হয়।
দেখুন অন্য খবর:
The post তৃনমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট first appeared on KolkataTV.
The post তৃনমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট appeared first on KolkataTV.