কলকাতা: শিক্ষক বদলির জন্য ঘুষ চাওয়ার মামলায় সিআইডিকে যুক্ত করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, যিনি টাকা চেয়েছেন তাঁকেও এই মামলায় যুক্ত করতে হবে। পাশাপাশি ডিআইডি, সিআইডিকে ওই কথোপকথনের অডিয়ো রেকর্ডিং সংগ্রহও করতে বলেছেন বিচারপতি।
আদালত আরও বলেছে, যদি কোনও পক্ষ বিষয়টি এড়িয়ে যায়, তাহলে তাদের হাজিরা সুনিশ্চিত করতে হবে পুলিসকে। ৩০ দিন পর ডিআইজি, সিআইডিকে প্রাথমিক রিপোর্ট দিতে বলেছে আদালত। ইতিমধ্যেই যাঁরা অন্যান্য স্কুলে বদলি হয়েছেন, তাঁদেরও প্রয়োজনে ডিআইজি সিআইডি জিজ্ঞাসাবাদ করতে পারেন। পরবর্তী শুনানি ২০ মে।
বদলি নিতে হলে দিতে হবে ১ লক্ষ ২৫ হাজার টাকা। বুধবার এরকমই বিস্ফোরক কথোপকথনের অডিয়ো রেকর্ডিং প্রকাশ্যে আসে। এজলাসে বসে সেই অডিয়ো শোনেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আবেদনকারী এবং স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যের ওই কথোপকথন হলফনামা আকারে চেয়ে পাঠান বিচারপতি গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: Punjab Covid: ফের বাড়ছে করোনা, পঞ্জাবে মাস্ক বাধ্যতামূলক করল আপ সরকার
আদালত সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরের মনসুখা লক্ষ্মী নারায়ণ হাইস্কুলের সহকারী শিক্ষক গণেশ রজক বদলির আবেদন করেছিলেন ২০২১ সালে। ২০১৩ সাল থেকে তিনি সহকারী শিক্ষক পদে চাকরি করছেন। প্রথমবার স্কুল তাঁর বদলির আবেদন খারিজ করে দেয়। পরে অন্য একজনের মাধ্যেমে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য অসিত গোস্বামীর সঙ্গে ফোনে কথা হয় গণেশের। সেখানেই অসিত বদলির জন্য ১ লক্ষ ২৫ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ। তিনি গণেশকে এও জানান, বাকিরাও টাকা দিয়ে গিয়েছেন।