কলকাতা: আদালতের তোপের মুখে পড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University Incident) ছাত্র মৃত্যু নিয়ে মামলা প্রত্যাহার করেনিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court ) প্রধান বিচারপতি টি এস শিভগননম বিরোধী দলনেতাকে ভর্ৎসনা করেন। তাঁর আইনজীবীর উদেশে প্রধান বিচারপতি বলেন, মামলাকারী কি বিষয়ের গুরুত্ব বুঝতে চাইছেন না। এখনই মামলা প্রত্যাহার করুন। না হলে আমি মামলা খারিজ করে দেব। তিনি মামলা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন। একই সঙ্গে এদিন খারিজ হয়ে যায় আর এক বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ীর মামলাও।
যাদবপুরের ব়্যাগিংয়ের ঘটমা নিয়েও এনআইএ তদন্ত চেয়ে মামলা করেন শুভেন্দু। এদিন প্রধান বিচারপতি বলেন, আমি ইদানিং দেখতে পারছি সকালে সংবাদপত্র পড়েই কেউ কেউ বেলায় এসে মামলা করে দিচ্ছেন। তারপর দ্রুত শুনানির আর্জি জানাচ্ছেন। আমিও তো সংবাদপত্র পড়ে জানতে পারলাম, যাদবপুরের ঘটনা নিয়ে পুলিশ পদক্ষেপ করছে। এরপরই প্রধান বিচারপতি চড়া সুরে শুভেন্দুর আইনজীবীকে ভর্ৎসনা করে বলেন, এখনই মামলা তুলে নিন। আইনজীবীরা মামলা প্রত্যাহারের কথা জানান।
আরও পড়ুন: রাজ্যের স্কুলে চালু হচ্ছে এআই, ডেটা সায়েন্স
এর আগে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুভেন্দু বিভিন্ন বিষয় একাধিক মামলা করেছেন। তার মধ্যে অনেক মামলার রায়ই শুভেন্দুর পক্ষেও গিয়েছে। তবে এদিন কথায় কথায় মামলা করা নিয়ে যে ভাষায় প্রধান বিচারপতি শুভেন্দুর আইনজীবীদের কার্যত ধমক দিয়েছেন, তা রীতিমতো নজিরবিহীন।