কলকাতা: পুলিশের কড়া সমালোচনা করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা জানিয়ে উচ্চ আদালতের অভিমত, প্রথাগতভাবে কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ, সময়ের সঙ্গে নিজেদের বদলাতে পারছে না। পুলিশ অফিসারদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য উপযোগী প্রশিক্ষণ দরকার বলে মন্তব্য করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh)।
সমবায় সমিতিতে আর্থিক নয়ছয়ের অভিযোগে পুলিশি নিষ্ক্রিয়তার মামলা দায়ের হয়েছিল। আর্থিক দুর্নীতির নথি হাতে পেয়ে পুলিশকে জানাতে উল্টে হেনস্থার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছিলেন মামলাকারী।
আরও পড়ুন: পানীয় জলের ব্যবস্থা খতিয়ে দেখবে নবান্ন, আগামী সপ্তাহে ফের বৈঠক
প্রথমে পুলিশের আনা অভিযোগ গুরুতর ছিল না। কিন্তু পরে ম্যাজিস্ট্রেটের অনুমতি না নিয়ে চার্জশিটে গুরুতর অভিযোগ আনা হয়। পুলিশের এই নিয়মবহির্ভূত কাজের পরিপ্রেক্ষিতে বিচারপতির ওই মন্তব্য। তিনি বলেন, ব্রিটিশ আমলে নন কগনিজেবল এফআইআর দায়ের করা হত। এই পদ্ধতি আজও এখানকার পুলিশ নকল করে চলেছে।
অভিযোগটিকে পুলিশ নন কগনিজেবল হিসেবে বিবেচনা করেছে। তাই এফআইআর দায়ের করা নিষ্প্রয়োজন। এই পরিপ্রেক্ষিতে আইন মতো বিষয়টির বিচার করার জন্য সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিল হাইকোর্ট।
দেখুন অন্য খবর:
The post সময়োপযোগী হচ্ছে না পুলিশ! সমালোচনা হাইকোর্টের first appeared on KolkataTV.
The post সময়োপযোগী হচ্ছে না পুলিশ! সমালোচনা হাইকোর্টের appeared first on KolkataTV.