কলকাতা: চলতি মাসেই বিদেশ যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সফরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে সাংবাদিক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু এই সফরকে ঘিরেই শুরু হয়েছে বিপত্তি। বিদেশযাত্রা নিয়ে প্রশ্ন তুলেও এই ব্যাপারে সিবিআইয়ের কী আপত্তি রয়েছে, তা তদন্তকারী সংস্থাটির কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। সিবিআইকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ।
এদিন এই সংক্রান্ত আবেদনের শুনানি ছিল বৃহস্পতিবার। শুনানিতে ডিভিশন বেঞ্চ মুখ্যমন্ত্রীর সঙ্গে কুণালের বিদেশ সফর নিয়ে প্রশ্ন তোলে। এ ক্ষেত্রে উচ্চ আদালতের মন্তব্য, এক জন বিচারাধীন অভিযুক্তকে কেন মুখ্যমন্ত্রীর সফরে নেওয়া হল? অন্য কাউকে কি পাওয়া যায়নি? কুণালের আইনজীবী জানান, তাঁর মক্কেল শাসকদলের মুখপাত্র। তাই তাঁকে ওই সফরে নিয়ে যাওয়া হচ্ছে। এর পরেই সিবিআইয়ের উদ্দেশে বিচারপতি বাগচী বলেন, পাঁচ-সাত দিনের জন্য যদি তিনি যেতে চান, তা হলে অসুবিধা কোথায়? তিনি তো আর পালিয়ে যাচ্ছেন না।
আরও পড়ুন: কম সময়ে নিখুঁত অস্ত্রোপচার, SSKM-এ চালু হবে রোবোটিক সার্জারি!
সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, কুণালের তরফে ছেলের কাছে আমেরিকা যাওয়ার জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু এখন বলা হচ্ছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি অন্য দেশে যেতে চান। সিবিআইয়ের উদ্দেশে ডিভিশন বেঞ্চের মন্তব্য, আপনাদের জন্য অভিযুক্তরা কেন বার বার হয়রানির শিকার হবেন? কারও বিদেশ যাওয়ার অধিকার খর্ব করা যায় না। এর আগে তিনি সিঙ্গাপুর গিয়ে ফিরেও এসেছেন। তা হলে আপত্তি কিসের? আগামী ৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।