কলকাতা: দেশের বেশ কয়েকটি রাজ্যে উপনির্বাচন বাকি রয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট রাজ্যগুলির কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করেছে কমিশন। এ বার রাজ্যগুলির মুখ্যসচিবদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কমিশন। বুধবার দুপুর ৩টেয় এই বৈঠক শুরু হবে। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বৈঠকে যোগ দেবেন। সে কারণে পানাগড় যাচ্ছেন না তিনি।
নির্বাচন কমিশন সূত্রে খবর, কমিশনের সেক্রেটারি জেনারেল উমেশ সিনহা ছাড়াও উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন, চন্দ্রভূষণ কুমার থাকতে পারেন। নবৈঠকে যোগ দিতে পারে আরও দুই উপনির্বাচন কমিশনার ধর্মেন্দ্র শর্মা, নীতিশ কুমার ভ্যাস-সহ অন্য আধিকারিকও।
দেশজুড়ে ২০টি বিধানসভা আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, সেগুলি একসঙ্গে করতে চায় নির্বাচন কমিশন। বিভিন্ন রাজ্যের রিপোর্ট সংগ্রহ করছে কমিশন। কোন রাজ্যে কোভিডের কী পরিস্থিতি তাও খতিয়ে দেখছেন কমিশনের আধিকারিকরা৷
নির্বাচন কমিশনে তৃণমূলের তরফে একাধিকবার দ্রুত উপনির্বাচন করানোর দাবি জানানো হয়েছে। কিন্তু এখনও নির্বাচন কমিশন কোনও সিদ্ধান্তের কথা জানায়নি। করোনা পরিস্থিতি বিবেচনা করেই উপনির্বাচনের দিনক্ষণ স্থির করছে না বলে ওয়াকিবহাল মহলের ধারণা।
আরও পড়ুন: এখনই উপনির্বাচনের দিন ঘোষণা করুক কমিশন, বললেন মমতা
রাজ্যের বকেয়া সাত বিধানসভার মধ্যে ভবানীপুর কেন্দ্রের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। কারণ, এই কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন৷ মনে করা হচ্ছে, এই কেন্দ্র থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনের প্রার্থী হবেন।
বাকি ৬ বিধানসভা খড়দহ, জঙ্গিপুর, সামশেরগঞ্জ, শান্তিপুর, দিনহাটা, গোসাবা উপনির্বাচন হবে। ভোটের ফলাফল প্রকাশের আগেই করোনা আক্রান্ত হয়ে মারা যান খড়দহের বিধায়ক কাজল সিনহা। সূত্রের খবর, খড়দহে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রার্থী হবেন৷ বিজেপির নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন।
সাংসদ হিসাবেই কাজ করছেন তাঁরা। তাঁদের ছেড়ে যাওয়া দিনহাটা ও শান্তিপুর বিধানসভায় ফের ভোট হবে৷ মাসখানেক করোনা আক্রান্ত হয়ে মারা যান গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর। গোসাবা আসনে ফের ভোট হবে। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর এবং সামশেরগঞ্জে বিধানসভায় ভোট গ্রহণ হয়নি। মুর্শিদাবাদ জেলার ওই দুই আসনেও ভোট হবে।