কলকাতা: বহুদিন ধরে বেসরকারি বাস মালিকরা দাবি তুলেছেন বাস ভাড়া বাড়াতে হবে। কিন্তু বাসের ভাড়া বাড়ালে রাজ্যের মানুষের উপর খরচের বোঝা চাপবে। সেই কারণেই ভাড়া বাড়তে চায় না রাজ্য সরকার। এদিকে ভাড়া না বাড়ালে বাস বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন বেসরকারি বাস মালিকরা। এই পরিস্থিতিতে এবার বাসের বাড়ানোর জন্য রাজ্য সরকারকে সুপারিস করেছে বিধানসভার এস্টিমেট কমিটি।
সোমবার বিধানসভায় একটি রিপোর্ট পেশ করেছে বিধানসভার এস্টিমেট কমিটি। সেই রিপোর্টে উল্লেখ, ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে সরকারি ও বেসরকারি সহ সব ধরনের বাসের ভাড়া বৃদ্ধি করা জরুরি। জানা গিয়েছে, এস্টিমেট কমিটির এই রিপোর্ট নবান্নেও পাঠানো হচ্ছে। প্রসঙ্গত, শেষ বাস ভাড়া বাড়ানো হয়েছিল ২০১৮-র ১৮ জুন। সেই থেকে একই ভাড়া চলছে। গত পাঁচ বছরে পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে প্রচুর। তাই দীর্ঘদিন ধরেই ভাড়া বাড়ানোর দাবি তুলেছেন বাস মালিকেরা। যদিও এর আগের বার ভাড়া বাড়ানোর বিষয়ে অনুমতি দেননি রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী।
আরও পড়ুন: স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না করলে বাতিল হবে বেসরকারি হাসপাতালের লাইসেন্স
এস্টিমেট কমিটির রিপোর্টে মোট ১৫টি দফা সুপারিশ করা হয়েছে। যার মধ্যে ভাড়া বৃদ্ধির সুপারিশ একটি। এদিন এস্টিমেট কমিটির রিপোর্টের ভিত্তিতে সরকারের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর রয়েছে। উল্লেখ্য, তৃণমূলের ১৬ জন এবং বিজেপির ৪ জন বিধায়ককে নিয়ে গঠিত এই বিধানসভার এস্টিমেট কমিটি। তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুদীপ্ত রায় এই এস্টিমেট কমিটির চেয়ারম্যান।