কলকাতা: বুধবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ফায়ার যাবেন নিজের বাড়িতে। তবে বাড়ি ফায়ার গেলেও সেখানে তিনি উডল্যান্ডসের হোমকেয়ার এর তত্ত্বাবধানে থাকবেন। যাতে নতুন করে সংক্রমণ না হয়। আর সেই কারণেই তাঁর সুবিধে মতো তাঁর ঘরটিকে পরিবর্তন করা হচ্ছে। সেখানে থাকবে বাইপ্যাপ মেশিন ছাড়াও থাকবে মনিটর। এছাড়াও ২৪ ঘন্টা তাকে অ্যাটেন্ড করবে নার্স। চলবে ফিজিওথেরাপি এবং সোয়ালো থেরাপি। আপাতত ৭ থেকে ১০ দিনের মধ্যে রাইলস টিউব খোলার সম্ভাবনা নেই। এর পাশাপাশি ওরালি তাকে তরল খাওয়া দেওয়া হবে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়ি ফিওরলেও তাঁর সঙ্গে দেখা করার ক্ষেত্রে কিছু বিধি নিষেধ রাখছেন চিকিৎসকেরা।
আরও পড়ুন: ৩ দিনের ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী, দেখা করলেন কুড়মি নেতৃত্বের সঙ্গে
উল্লেখ্য মন ভালো রাখতে ‘মিউজিক থেরাপি’ দেওয়া হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। দিনের যেকোনও সময় তিনি চাইলেই শোনানো হচ্ছে রবীন্দ্রসংগীত। সেই সঙ্গে গলা মেলাচ্ছেন হাসপাতালের সুপার সপ্তর্ষি বসু ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ সৌতিক পান্ডা। জানা যাচ্ছে, শারীরিক অসুস্থতা ও হাসপাতালে থাকার কারণে অনেক সময়ই মানসিক অস্থিরতা তৈরি হয়। এই পরিস্থিথিতে সাধারণত রোগীরা মেজাজ হারান। কিন্তু বুদ্ধ বাবুর জারি সেই অবস্থা না হয় তার জঁন্যই মিউজিক থেরাপি চালু রাখা হয়েছে।